বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 10th WBBSE Madhyamik Result 2025 Live: মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ, নিজের মাধ্যমিকের রেজাল্ট দেখতে ক্লিক করো এখানে
10th WBBSE Madhyamik Result 2025 Live: মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ, নিজের মাধ্যমিকের রেজাল্ট দেখতে ক্লিক করো এখানে
2 মিনিটে পড়ুন Updated: 02 May 2025, 09:27 AM IST লেখক Abhijit Chowdhury
02 May 2025, 09:27 AM IST
মাধ্যমিকে দ্বিতীয় কারা?
এবারে দ্বিতীয় হয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলেরসৌম্য পাল (৬৯৪)। মাধ্যমিকে তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।
02 May 2025, 09:18 AM IST
৬৯৬ মার্কস পেয়ে প্রথম রায়গঞ্জের পড়ুয়া
মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। পেয়েছেন ৬৯৬। ৯৯.৪৩ শতাংশ।
02 May 2025, 09:17 AM IST
মাধ্যমিকে টপ ১০-এ ৬৬
এবছর মাধ্যমিকে মেধাতালিকায় আছেন ৬৬ জন।
02 May 2025, 09:15 AM IST
মাধ্যমিকে পাশের হার
এবারে মাধ্যমিকে ৮৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
02 May 2025, 09:14 AM IST
পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, কলকাতা তৃতীয়
পাশের হারে শীর্ষ আছে পূর্ব মেদিনীপুর ৯৬.৪ শতাংশ, দ্বিতীয় কালিম্পং, কলকাতায় তৃতীয় এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
02 May 2025, 09:05 AM IST
২৭ শতাংশ ছাত্রী বেশি ছাত্রদের তুলনায়
রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ২৭ শতাংশের ওপর ছিল। গতবারের তুলনায় সব মিলিয়ে ৫৬ হাজার পরীক্ষার্থী বেশি ছিল।
02 May 2025, 08:58 AM IST
১০ টা থেকে মার্কশিট পাবেন স্কুলের প্রতিনিধিরা
আর সকাল ১০ টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্ষদ নির্ধারিত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। তবে সেখান থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট বা সার্টিফিকেট পাবে না। পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিরা সেইসব নথিপত্র সংগ্রহ করতে পারবেন। তারপর সংশ্লিষ্ট স্কুল থেকে পড়ুয়ারা নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট নিতে পারবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
02 May 2025, 08:56 AM IST
আর কিছুক্ষণের অপেক্ষা
মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে সূচি নির্ধারণ করা হয়েছে, তাতে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর সঙ্গে-সঙ্গেই ওয়েবসাইট বা অনলাইনে রেজাল্ট দেখার সময় ক্রমশ এগিয়ে আসবে। শেষপর্যন্ত সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
02 May 2025, 06:58 AM IST
কবে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট পাবে পড়ুয়ারা?
পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবারই রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্ষদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। সকাল ১০ টা থেকে স্কুলের প্রতিনিধিরা মার্কশিট এবং সার্টিফিকেট নিতে পারবেন। তারপর স্কুল থেকে পড়ুয়াদের দেওয়া হবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। সাধারণত দিনের দিনই সেই পুরো কাজটা মিটিয়ে ফেলা হয়।
02 May 2025, 06:52 AM IST
৬৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে এবার
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। ঐচ্ছিক বিষয় দিয়ে ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক। যে পড়ুয়াদের দশম শ্রেণিতে ঐচ্ছিক বিষয় ছিল না, তাদের তো দু'দিন আগেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। সবমিলিয়ে এবার পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে। গতবারও আসলে ২ মে ফলপ্রকাশ করেছিল পর্ষদ। তবে পরীক্ষা আগেই শেষ হয়েছিল। আর ৮০ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছিল।
02 May 2025, 06:51 AM IST
বিগত দিনে মাধ্যমিকের পাশের হার
মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত হল, সেদিকে সকলেরই নজর থাকে। গত এক দশকে মাধ্যমিকের পাশের হার মোটামুটি ৮২ শতাংশ থেকে ৮৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। কোভিড মহামারীর মধ্যে ২০২১ সালে পাশের হার ছিল ১০০ শতাংশ। সেটা বাদ দিয়ে পাশের হার মোটামুটি একটা স্তরের মধ্যেই ঘোরাফেরা করেছে। আসলে ২০০৯ সালে পাশের হার ৮০-র গণ্ডি ছোঁয়ার পর থেকে কখনও সাতের ঘরে নামেনি।
02 May 2025, 06:50 AM IST
HT বাংলায় কীভাবে দেখবেন ফলাফল?
HT বাংলায় ফলাফল জানতে হলে হোমপেজেই ‘মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ LIVE’ অপশনটি পেয়ে যাবেন। তাতে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তাহলেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
02 May 2025, 06:50 AM IST
কোথায় দেখা যাবে ফলাফল?
গত কয়েক বছরের মতো এবারও ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর জানা যাবে। প্রতিটি বিষয়ের নম্বর, প্রতিটি বিষয়ের গ্রেড, মোট নম্বর এবং সার্বিকভাবে প্রাপ্ত গ্রেডও দেখা যাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে। তাছাড়াও পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in থেকেও রেজাল্ট জানা যাবে।
02 May 2025, 06:50 AM IST
আজ মাধ্যমিকের ফল প্রকাশ
আজ আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। আজ সকাল ৯ টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। প্রতিবারের মতোই প্রথমে সাংবাদিক বৈঠক করবেন পর্ষদের কর্তারা। মেধাতালিকা প্রকাশ করা হবে সেই সময়। এরপর সকাল ৯ টা ৪৫ থেকে অনলাইনে মাধ্যমিকের ফল জানা যাবে।