গত বছর সল্টলেকের এএ ব্লকের পুজোয় স্থানীয় পুজো কমিটি গাছ কেটেছিল বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, বনদফতরের নির্দেশ ছাড়াই যথেচ্ছ ভাবে গাছ কাটা হয়েছিল।
চারা গাছ লাগানোর নির্দেশ। প্রতীকী ছবি
দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির জন্য কাটা হয়েছিল গাছ। এ নিয়ে পুজো কমিটিকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এর পরিবর্তে অবিলম্বে পুজো কমিটিকে ৫০ টি চারা গাছ রোপন করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত মন্তব্য করেছে, ‘সরকারি জায়গায় এরকমভাবে কোনও গাছ কেউ কাটতে পারে না।’ শুধু চারা গাছ রোপনই নয়, সেগুলির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে বলেও পুজো কমিটিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
গত বছর সল্টলেকের এএ ব্লকের পুজোয় স্থানীয় পুজো কমিটি গাছ কেটেছিল বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, বনদফতরের নির্দেশ ছাড়াই যথেচ্ছ ভাবে গাছ কাটা হয়েছিল। তাতে বনদফতরের তরফে জরিমানাও করা হয়েছিল। আদালত বলেছে, ‘রেকর্ডগুলি দেখে বোঝা যাচ্ছে বন বিভাগ কমিটিকে জরিমানা আরোপ করেছে। তবে আমরা মনে করি যে শুধুমাত্র জরিমানা করলেই হবে না। প্রতিটি নাগরিকের জন্য সবুজ আবরণ অপরিহার্য। আয়োজক যেহেতু গাছ কেটে ফেলেছিল তাই সল্টলেক এলাকায় নিজের খরচে ৫০টি চারা রোপণ করতে হবে।
যদিও গাছ কাটার অভিযোগ অস্বীকার করে পুজো কমিটি। তাদের বক্তব্য, তারা শুধু ডাল কেটেছিল, পুরো গাছ কাটেনি। মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, যে তাঁর মক্কেল বন বিভাগের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তবে বন বিভাগ নামমাত্র জরিমানা করে ছেড়ে দিয়েছিল। তিনি আদালতের কাছে মোটা জরিমানা করার দাবি জানান।