বগটুইয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিরোধিতা করিনি। বিরোধিতা করেছি মিড ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেওয়ার। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ অর্ধশিক্ষিত ভুয়ো MBA ডিগ্রিধারী ভাইপো সেটা বুঝতে পারেনি। শনিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে এভাবেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি জানান, মিড ডে মিলের দশা খতিয়ে দেখতে ৩০ জানুয়ারি রাজ্যে কেন্দ্রীয় দল আসছে। এই দল গেলে মিড ডে মিলের অডিট করতে আসবে বিশেষ দল।এদিন সন্ধ্যায় কলকাতার মাহেশ্বরী ভবনে শুভেন্দুবাবু বলেন, ‘বগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ কেন? ২৫ লক্ষ দিলেও ভারতীয় জনতা পার্টির কিছু বলার নেই। টাকা দিতে হলে দিতে হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। মিড ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেওয়া যায় না। আর মিড ডে মিলের ১০০ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার’।নাম না করে অভিষেককে তার কটাক্ষ, ‘একটা উচ্চ মাধ্যমিক পাশ অর্ধশিক্ষিত, যার MBA ডিগ্রিটা পর্যন্ত ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। উনি যে MBA-র ডিগ্রি দিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ওরকম কোনও MBA কলেজ নেই। তাই তিনি লেখেন না। তিনি আমার টুইটটা বুঝতে পারেননি। বুঝতে পারলে এরকম একটা অর্ধশিক্ষিতের মতো কথা বলতেন না’।শুভেন্দুর সাফ কথা, ‘আমার বক্তব্য, ক্ষতিপূরণ নিশ্চই দেন, তড়িৎ গতিতে দেন। দল, ধর্ম, বর্ণ না দেখে দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দিন। যে শিশুদের ডিম খাওয়ানোর কথা, মুরগির মাংস খাওয়ানোর কথা, দুধ দেওয়ার কথা, ফল খাওয়ানোর কথা। সেখান থেকে বঞ্চিত না করে। টিকটিকি, আরশোলা, কেন্নো দেওয়া খিচুড়ি খাওয়ানো হচ্ছে’।তিনি জানান, ‘৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমার অভিযোগের ভিত্তিতে মিড ডে মিলের টিম আসছে। আজকেও আমি ধর্মেন্দ্র প্রধানকে লিখিত অভিযোগ করেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন, এই টিম চলে যাওয়ার পরে উনি অডিট টিম পাঠাবেন’।