এসএসসি নিয়োগে ভয়াবহ দুর্নীতি। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। এরপর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন এত তাড়াহুড়ো কেন করল সুপ্রিম কোর্ট?
তবে শুধু কুণাল ঘোষ নন, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা একেবারে সদলবলে নেমে পড়েছেন। অপর তৃণমূল নেতা সুদীপ রাহা প্রশ্ন তুলেছেন, কেন বাংলাকে বার বার ভুগতে হবে? নিট ইউজিতে পেপার লিক হয়েছিল ২৪ লাখ পরীক্ষার্থীর ব্যাপার ছিল, বিজেপির অপশাসনের জেরে, তখন সর্বোচ্চ আদালত নিট বাতিল করেনি।
তবে এবার তার সব উত্তর দিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তবে তিনি শুধু কুণাল ঘোষের পুরানো একটা সাক্ষাৎকারকে সামনে এনেছেন।
সেখানে এবিপি আনন্দে কুণাল ঘোষ একান্ত সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন সেটাই পোস্ট করেছিলেন তরুণজ্যোতি। তিনি লিখেছেন, 'ভাই কিছু প্রশ্ন করেছ এবং সেই প্রশ্নগুলো করার আগে আইন সম্পর্কে তোমাকে জানার জ্ঞান দেব না কারণ তুমি ওটার চেষ্টা করবে না।।
তুমি আপাতত তোমাদের দলের সাধারণ সম্পাদক কি বলেছিল সেটাই শোনো…'