1 মিনিটে পড়ুন Updated: 25 Feb 2023, 05:25 PM ISTChiranjib Paul
এ ব্যাপারে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে। তাঁদের দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার।
আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের দেহ তাঁদের বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে রাজ্য সরকার। এ ব্যাপারে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার।
এ সংক্রান্ত সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার এক বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছে নবান্ন।
একটি পোলট্রি ফার্মে কাজের জন্য শুক্রবার বিকালে একটি গাড়িতে করে রওনা দেন ওই সাতজন শ্রমিক। শনিবার ভোরে যখন তাঁরা ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে গাড়ির মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় একটি ডাপ্পার এসে সজোরে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। স্থানীয়রা ওই শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ষোষণা করেন।