মেট্রো রেলের ই-পাস পেতে ১০ সেপ্টেম্বর নতুন বার কোড প্রকাশ করবে কর্তৃপক্ষ
1 মিনিটে পড়ুন Updated: 08 Sep 2020, 02:44 PM IST- লিঙ্কে।
অ্যাপটিতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর অ্যাপ খুলে লিখতে হবে নাম, পরিচয়, স্মার্ট কার্ড নম্বর। সেই সঙ্গে সফর শুরু করার স্টেশন ও গন্তব্য স্টেশনের নাম। সেই সঙ্গে উল্লেখ করতে হবে সফরের সময়। জানা গিয়েছে, স্লট বুক করার মেয়াদ ধার্য হয়েছে একঘণ্টা। এর পর স্ক্রিনে ভেসে উঠবে মেট্রো রেল যাত্রার পাস, যা ডাউনলোডও করা যাবে।
জানা গিয়েছে, অ্যাপ-এর মাধ্যমে জানা যাবে, যাত্রীর বেছে নেওয়া সময়ে কত জনের বুকিং রয়েছে। অতিরিক্ত যাত্রী সমাগম হলে ভিন্ন সময়ে যাত্রার সুবিধাও দেবে অ্যাপ।