সিপিএম। ৩৪বছর বাংলায় ক্ষমতা থাকার পরে বর্তমানে একেবারে শূন্য হাতে। তবে সোশ্য়াল মিডিয়ায় এখনও বিশেষভাবে সক্রিয় সিপিএম। আর সেই সোশ্য়াল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে বঙ্গ সিপিএম। আর সেই শুভেচ্ছা বার্তায় কেবলমাত্র লেখা হয়েছে বড়দিনের শুভেচ্ছা। এখানেও আপত্তির কিছু ছিল না। তবে তার তলায় যে ছবিটা পোস্ট করেছে সিপিএম ওয়েস্ট বেঙ্গল সেটা দেখে মুখ টিপে হাসছেন অনেকেই।
কী আছে সেই ছবিতে?
সেই ছবিতে কাস্তে হাতুড়ির মাথার উপর রয়েছে সান্তা টুপি। সাদা রঙের সান্তা টুপি কাস্তে হাতুড়ির মাথার উপর। নীচে লেখা বড়দিনের শুভেচ্ছা। দ্যা লেফট ক্রিয়েটিভ। তবে সৃষ্টিশীল বামেদের এই সৃষ্টি বড়দিনের অনেকের মনেই বাড়তি খুশি এনে দিয়েছে।
এদিকে এই ছবি দেখে নানাজনে নানা কথা বলছেন। এক নেটিজেন লিখেছেন, এই সাদা রঙের এটা কিসের ছবি?
অপর একজন লিখেছেন, কমরেডস এবার খ্রীস্টান সব ভোট দেবে।
অনেকে এমন কিছু মন্তব্য লিখেছেন যা শুনে কান চাপা দিচ্ছেন বঙ্গবাসী। কেউ কেউ সরাসরি সমালোচনা করেছেন। কেউ আবার তির্যত মন্তব্য করেছেন। কয়েকজন আবার অতীত মনে করিয়ে দিয়েছেন সিপিএমকে। এককথায় কাস্তা হাতুড়ির মাথায় এভাবে সান্তার টুপি পরানো ছবি পোস্ট করা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।