১০০ দিনের কাজ চালুর হাইকোর্টের নির্দেশ ঘিরে ফের আইনি জট। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। গত ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজি) যা ‘১০০ দিনের কাজ’ নামে পরিচিত, চালু করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই কেন্দ্রীয় সরকার এখন শীর্ষ আদালতের দারস্ত হয়েছে। মামলাটি এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ১০০ দিনের কাজে দুর্নীতি, মানলেন প্রধান, পুলিশকে টাকা উদ্ধারের নির্দেশ আদালতের
রাজ্যে প্রায় তিন বছর ধরে এই প্রকল্প বন্ধ। এর ফলে লাখ লাখ গ্রামীণ শ্রমিক মজুরি থেকে বঞ্চিত। শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রেখেছে। অন্যদিকে নয়া দিল্লির যুক্তি, প্রকল্পে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে। আসল শ্রমিকরা বাদ গিয়ে মৃত ব্যক্তিদের নামে টাকা তোলা হয়েছে, নকল বাঁধ তৈরি করে ভুয়ো বিল দেখানো হয়েছে, এমনকি প্রকৃত জব কার্ডধারীরাও সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাই টাকা রিলিজ বন্ধ রাখা হয়েছে।
২০২২ সালের আগের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিকবার আদালতে শুনানি হয়েছে। চলতি বছরের জুনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, দুর্নীতি রুখতে প্রয়োজনে কড়া শর্ত চাপিয়ে দিতে পারে কেন্দ্র। কিন্তু গোটা প্রকল্প একেবারে বন্ধ করে রাখা যাবে না। দরিদ্র শ্রমিকদের প্রাপ্য কাজ ও মজুরি থেকে বঞ্চিত করা জনস্বার্থবিরোধী। এমনকি বেঞ্চ প্রস্তাব দেয়, যেখানে দুর্নীতির অভিযোগ প্রকট, যেমন হুগলি, পূর্ব বর্ধমান, মালদা ও দার্জিলিং সেই জেলাগুলি বাদ দিয়ে অন্তত বাকি জেলাগুলিতে প্রকল্প চালু হোক।