কিছুটা হলেও স্বস্তির। বিশুদ্ধ পানীয় জল পাওয়ার ক্ষেত্রে এবার বিরাট উদ্যোগ কলকাতা পুরসভার। শনিবার সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম আশার কথা শুনিয়েছেন। মূলত অ্য়াডেড এরিয়ায় জলের সমস্যা সমাধানে কলকাতা পুরসভা যে বড় উদ্যোগ নিচ্ছে সেটা জানিয়ে দেয়। সেই সঙ্গেই কলকাতার বিভিন্ন এলাকায় নিকাশি সমস্য়ার সমাধানের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সংযুক্ত এলাকায় কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্য়া রয়েছে। এক্ষেত্রে ৭০০ কোটি টাকা ব্যয় করে সমস্যার সমাধান করা হবে। বেহালার জল সমস্যা মেটাতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেকথা তুলে ধরেন তিনি। মেয়র জানিয়েছেন, ৭০০ কোটি টাকা ব্যয় করে জল সমস্যার সমাধান করা হবে। বেহালার জল সমস্যা মেটাতে গার্ডেনরিচ থেকে জলের পাইপ লাইন মহেশতলার দিক থেকে নিয়ে গিয়ে দক্ষিণ বেহালার ওয়ার্ডগুলিতে দেওয়া হবে। আবার যাদবপুরের সংযুক্ত ওয়ার্ডগুলিতে পানীয় জলের সমস্যা মেটাতে ঢালাই ব্রিজের কাছে একটি জল প্রকল্প তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র।তবে সেই সঙ্গেই মেয়র জানিয়ে দিয়েছেন ৭০০ কোটি টাকায় শুধু যে সংযুক্ত এলাকায় কাজ করা হবে, তেমনটা নয়। কলকাতার কোনও ওয়ার্ডে যদি জলের সমস্যা থেকে থাকে সেটাও মেটানো হবে এই টাকা থেকেই।কার্যত মূলত সংযুক্ত এলাকাগুলিতেই জলের সমস্যা মাঝেমধ্য়ে প্রকট হয়ে ওঠে। বিশেষত গরমকালে এই পানীয় জলের সমস্যা মারাত্মক আকার ধারণ করে। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভও দানা বাঁধে। তবে এবার কলকাতার সংযুক্ত এলাকাগুলিতেও পানীয় জলের প্রকল্পের উন্নয়নের উপর জোর দিচ্ছে ফিরহাদ হাকিমের দফতর। গরম কাল এলেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মাথাচাড়া দেয় পানীয় জলের সমস্যা। কোথাও সরু ধারায় জল পড়ে। কোথাও আবার জল বিশেষ পড়ে না। এমনকী দিনের পর দিন ধরে এই সমস্যা চলতে থাকে। তখন পানীয় জলের গাড়ি পাঠিয়ে কোনওরকমে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। তবে এবার সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা।