
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিজেপির রাজ্য সভাপতি কে হবেন? তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। আগামী ২০২৬ সালে বিধানসভা ভোট আছে রাজ্যে। এই আবহে রাজ্য সভাপতি নিয়ে এহেন 'বিলম্বে' ধোঁয়াশা যেন আরও বাড়ছে। এরই মাঝে রাজ্যের আরও ৬ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করে দিল বিজেপি। এর মধ্যে চারটিতেই নতুন মুখের ওপর ভরসা রেখেছে দল। এদিকে রাজ্য সভাপতির পদেও নতুন কারও ওপর ভরসা রাখা হবে কি না, তা নিয়ে গেরুয়া শিবিরে জল্পনা তুঙ্গে। (আরও পড়ুন: বাংলাদেশি হিন্দু নেতা নাকি খুন হননি, দাবি পুলিশের, তাহলে কীভাবে মারা গেলেন ভবেশ?)
আরও পড়ুন: দলের সভাপতির কথা অমান্য করে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক বললেন...
জানা গিয়েছে, ২০ এপ্রিল বিজেপির তরফ থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এবং কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। এর মধ্য নতুন জেলা সভাপতি পেয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, মথুরাপুর এবং কাটোয়া। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, উত্তর দিনাজপুরে জেলা সভাপতি করা হয়েছে নিমাই কবিরাজকে। দক্ষিণ নদিয়ায় জেলা সভাপতি করা হয়েছে অপর্ণা নন্দীকে। মথুরাপুরে জেলা সভাপতি করা হয়েছে নবেন্দুসুন্দর নস্করকে। কাটোয়ায় জেলা সভাপতি কার হয়েছে স্মৃতিকণা বসুকে। এছাড়া ঝাড়গ্রামের জেলা সভাপতি পদে থেকে গেলেন তুফান মাহাতো এবং যাদবপুরে জেলা সভাপতির দায়িত্বে বহাল থাকলেন মনোরঞ্জন জোদ্দার। (আরও পড়ুন: গেলেন তৃণমূলের সাংসদ-বিধায়করা, বন্ধ হল মুর্শিদাবাদের ঘরছাড়াদের আশ্রয় শিবির)
এর আগে প্রথম দফায় ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকাতে মাত্র ৮ জন নিজেদের পদে বহাল ছিলেন। বাকি ১৭ জেলায় সভাপতি দল করা হয়েছিল। এরপর আবার আবার ৮টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল। সেই দফায় ৭টি জেলাতেই নতুন মুখে ভরসা রাখে বিজেপি। এই আবহে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৯টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে নতুন মুখ ২৮ জন। আরও ৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বাকি। এদিকে জেলা সভাপতিদের নাম ঘোষণার পর রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা হবে। এই আবহে বঙ্গ বিজেপির মধ্যে এই নিয়ে চর্চা তুঙ্গে। দলের 'এক ব্যক্তি, এক পদ' নীতি অনুসরণ করা হলে সুকান্ত মজুমদারের আর এই পদে থাকার কথা নয়। কারণ তিনি লোকসভা ভোটের পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রী পদে আছেন। তবে বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েক মাস। এই আবহে নতুন মুখ এনে বিজেপি চমক দেবে কি না, তা নিয়ে চলছে জল্পনা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports