টিটাগড়ে বহুতলে বিস্ফোরণের ঘটনায় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালের ওই ঘটনায় বিকেলে আরমানকে থানায় ডেকে পাঠায় পুলিশ। বেশ কয়েক দফা জিজ্ঞসাবাদের পর আরমান মণ্ডলসহ ৩ জনকে তদন্তকারীরা গ্রেফতার করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে তার দখল ছিল আরমান মণ্ডলের কাছে। ওই বাড়ির প্রোমোটার জানিয়েছেন গত লোকসভা নির্বাচনের আগে দলের কাজে লাগবে বলে ঘরটি ফ্ল্যাটটি কিছুদিনের জন্য ব্যবহার করতে চান আরমান। ভোট মেটার পরেও ঘরের চাবি প্রোমোটারকে ফেরত দেননি তিনি। এর পর ফ্ল্যাটের চাবি চাই তাঁকে আরমান কখনও বিধায়ক, কখনও সাংসদের সঙ্গে দেখা করতে বলতেন জানিয়েছেন প্রোমোটার। যদিও আরমানের দাবি, ঘর তাঁর দখলে ছিল না।এদিন আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য টিটাগড় থানায় ডেকে পাঠানো হয়। বেশ কয়েকদফা জিজ্ঞাসাবাদের পর কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে আরশাদ খান ও শাহরুখ নামে তাঁর ২ অনুগামীকেও গ্রেফতার করেছে পুলিশ।সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেখা যায় একটি বহুতলের ৫ তলার একটি ফ্ল্যাটের দেওয়ার বিস্ফোরণে উড়ে গিয়েছে। ইটের দেওয়াল ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে নীচের বস্তির ওপর। দেওয়ালের ভাঙা অংশ পড়ে ভেঙেছে বস্তির টালির চালা। জানা যায় যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে তার চাবি থাকে স্থানীয় কাউন্সিলর আরমান মণ্ডলের কাছে। প্রোমোটার জানান, ফ্ল্যাটটি দখল করে রেখেছেন তৃণমূল কাউন্সিলর।