হুগলির খানাকুলের বন্দাইপুর গ্রামে এক পরিবারের উপর নেমে এসেছে সামাজিক বয়কটের নিদান। অভিযোগ, বাড়ির সামনে বেআইনি নির্মাণের প্রতিবাদ জানানো এবং আদালতের দ্বারস্থ হওয়ার কারণেই তৃণমূল নেতার নির্দেশে গ্রামে একঘরে করে দেওয়া হয়েছে তাঁদের। শুধু তাই নয়, দুই বছরেরও বেশি সময় ধরে ওই পরিবারকে গ্রামে কার্যত সমাজচ্যুত অবস্থায় দিন কাটাতে হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আরামবাগ মহকুমাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: বেআইনিভাবে নির্মাণ, নিউ টাউনে ২৬ তলা টাওয়ার ভাঙার নির্দেশ হাইকোর্টের
পরিবারের প্রধান রঞ্জিত মণ্ডল জানান, প্রায় তিন বছর আগে গ্রামের মাতব্বরদের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। বিষয়টি ছিল রাস্তা আটকে দেওয়া বেআইনি নির্মাণকে ঘিরে। তিনি প্রতিবাদ করলে সমস্যার সমাধান না হয়ে উল্টে তাঁর পরিবারকেই নিশানা করা হয়। শেষমেশ আদালতের দ্বারস্থ হন রঞ্জিত। সেই মামলা এখনও বিচারাধীন। কিন্তু আদালতের পথে যাওয়ার জেরেই তাঁদের উপর নেমে আসে গঞ্জনার পাহাড়।
অভিযোগ, তৃণমূল নেতা তথা খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি অশোক কোল স্থানীয় মাতব্বরদের সঙ্গে নিয়ে ঘোষণা করেন, গ্রামের কেউ রঞ্জিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। এরপর থেকেই গ্রামবাসীরা তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এমনকী জমিতে চাষাবাদ করতেও বাধা দেওয়া হয়। সরকারি টিউবওয়েল থেকে জল সংগ্রহেও নিষেধাজ্ঞা জারি হয়।