এসএসসি নিয়োগ পরীক্ষার প্রাথমিক 'অ্যানসার কি' বা উত্তরপত্র প্রকাশ করা হল। মঙ্গলবার শুধুমাত্র নবম-দশম শ্রেণির পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রাথমিক অ্যানসার কি প্রকাশ করা হবে। দুটি স্তরের পরীক্ষার ক্ষেত্রেই অ্যানসার কি চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে। আর পাঁচটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন হয়, এসএসসি দ্বিতীয় এসএলএসটি (নবম-দশম এবং একাদশ-দ্বাদশ) সেরকমই পন্থা অবলম্বন করেছে এসএসসি।ত
কবে থেকে অ্যানসার কি চ্যালেঞ্জ করা যাবে?
কমিশনের তরফে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অ্যানসার কি বা উত্তরপত্র চ্যালেঞ্জ করা যাবে। নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষার উত্তরপত্র আগে প্রকাশ করা হলেও চ্যালেঞ্জ করার প্রক্রিয়া শুরু হবে একাদশ-দ্বাদশের সঙ্গেই। অর্থাৎ দুটি স্তরের পরীক্ষারই অ্যানসার কি চ্যালেঞ্জ করা যাবে একই সময়।
অ্যানসার কি চ্যালেঞ্জ করতে হবে কীভাবে?
১) একটি আবেদনের পোর্টাল চালু করবে কমিশন। তাতে লগইন করে অ্যানসার কি চ্যালেঞ্জ করতে হবে। কীভাবে লগইন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, সেটা পরবর্তীতে বিস্তারিতভাবে জানাবে এসএসসি।
২) যে উত্তরকে চ্যালেঞ্জ করবেন, তার স্বপক্ষে দুটি ‘প্রমাণ’ বা অ্যাকাডেমিক রেফারেন্স দিতে হবে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা তো হল, তবে এই নিয়োগ প্রক্রিয়াও কি বাতিল হবে? সামনে এল নয়া দাবি
অ্যানসার কি চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে?
১) কমিশনের তরফে জানানো হয়েছে যে প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে।
২) যদি কোনও প্রার্থীর চ্যালেঞ্জ সঠিক প্রমাণিত হয়, তাহলে তিনি সেই টাকা ফেরতও পাবেন।
আরও পড়ুন: 'আমার চোখে জল এসেছিল…', SSC পরীক্ষা দিয়ে কী বললেন রাজন্যা হালদার?
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির পরীক্ষা হয়েছে। আর ১৪ সেপ্টেম্বর হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দুটি পরীক্ষা মিলিয়ে উপস্থিতির হার ৯২ শতাংশের মতো ছিল। নবম-দশম শ্রেণিতে ৯১ শতাংশের মতো প্রার্থী পরীক্ষায় বসেছেন। আর একাদশ-দ্বাদশের ৯৩ শতাংশের বেশি প্রার্থী পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন: নিয়োগ মামলায় স্বস্তি পার্থর, আরও একটি মামলায় পেলেন জামিন, জেলমুক্তি কি হবে?
অ্যানসার কি প্রকাশের পরে কী হবে?
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক অ্যানসার কি চ্যালেঞ্জের উইন্ডো বন্ধ হওয়ার পরে বিশেষজ্ঞ কমিটি সেইসব বিষয় খতিয়ে দেখবে। তারপর প্রকাশ করা হবে চূড়ান্ত অ্যানসার কি। সেটির ভিত্তিতেই ওএমআর মূল্যায়ন করা হবে। তারপর অক্টোবর প্রকাশ করা হবে রেজাল্ট। তাতে উল্লেখ থাকবে প্রাপ্ত নম্বরের। কারা কারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, সেটাও জানিয়ে দেওয়া হবে। তারপর আগামী নভেম্বরে ইন্টারভিউ হবে বলে জানিয়েছে কমিশন।