দ্বিতীয় এসএসসি এসএলএসটি পরীক্ষার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রত্যাশা মতোই সেপ্টেম্বরের গোড়ার দিকে (দুর্গাপুজোর আগে) পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। কবে কার পরীক্ষা পড়বে? নেগেেটিভ মার্কিং আছে কিনা, তা দেখে নিন।