সম্প্রতি রাজ্যে একের পর এক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই আবহে এবার দিনের পর দিন ধরে কিশোরী মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। নির্যাতিতা কিশোরী মানসিক ভারসাম্যহীন। অভিযোগ, সেই সুযোগেই যৌন নির্যাতন করে আসছিল সৎ বাবা। শেষ পর্যন্ত মেয়েটির দিদা থানায় অভিযোগ জানাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু, সব কিছু জানার পরেও চুপ ছিলেন মেয়েটির মা। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে।
আরও পড়ুন: শিলিগুড়িতে মন্দির চত্বর থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, ধৃত চালক
জানা গিয়েছে, প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন নির্যাতিতার মা। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়।এদিকে অভিযুক্তরও এটি ছিল দ্বিতীয় বিয়ে। তারা দুজনেই দিল্লিতে কাজ করেন। তবে অভিযুক্ত দ্বিতীয় বিয়ে করলেও প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের সঙ্গে বসবাস করে। দিল্লিতে কাজ করেন নির্যাতিতার মা। তবে নির্যাতিতা থাকে তার দিদার কাছে। এদিকে, সৎ বাবা মাঝেমধ্যেই তার খোঁজ খবর নিতে শ্বশুরবাড়ি যেত বলে অভিযোগ। আর সেই ফাঁকেই তাকে যৌন নির্যাতন করত অভিযুক্ত।
জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় অভিযুক্ত সৎ মেয়ের খোঁজখবর নিতে শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেই সময় তাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত। তখন বিষয়টি ধরে ফেলেন তার শাশুড়ি অর্থাৎ নির্যাতিতার দিদা। তিনি এই ঘটনার প্রতিবাদ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।