বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC group clash: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়কের অনুগামীকে খুন
পরবর্তী খবর
TMC group clash: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়কের অনুগামীকে খুন
1 মিনিটে পড়ুন Updated: 26 May 2023, 11:23 AM ISTMD Aslam Hossain
বৃহস্পতিবার রাস্তা তৈরির জন্য জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। ইট, বাঁশ, রড নিয়ে এক গোষ্ঠী অপরগোষ্ঠীর উপর হামলা চালায়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তৃণমূল কর্মী খুন। ফাইল ছবি
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাস্তা তৈরির জন্য জমি নিয়ে বচসার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। তার জেরে এক তৃণমূল কর্মীকে শাবল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দলের অন্য এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদায়। মৃতের নাম মনিরুল মুন্সি। এছাড়াও, কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। মৃত তৃণমূল কর্মী নওদার বিধায়ক শাহিনা মুমতাজের অনুগামী বলে জানা গিয়েছে।
যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ বিধায়ক। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক. তবে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। কী ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।’ অন্যদিকে, ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন। তিনিও দাবি করেছেন, ‘দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু হয়নি। যা হয়েছে অন্যায় হয়েছে।’