এবার দাগিদের তালিকায় নাম বিজেপির উপ প্রধানের। পূর্ব মেদিনীপুরের ময়নার ওই বিজেপির উপ প্রধানের নাম উঠে এসেছে এই তালিকায়। এসএসসি নিয়োগ দুর্নীতির অযোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতেই জায়গা হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ মুখের। তালিকায় নাম পাওয়া গিয়েছে গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন করের। তিনি পেশায় গণিতের শিক্ষক। ওই তালিকায় তাঁর নাম ১৪৮৫ নম্বরে উল্লেখ রয়েছে। তানিয়ে জোর চর্চা রাজনীতিতে।
আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনে ‘দাগি অযোগ্য’দের তালিকা দিল SSC, রয়েছে ধোঁয়াশা? লিস্টে কত নাম?
জানা গেছে, সৌমেন কর বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডমারি ঊষানন্দ বিদ্যাপীঠে অঙ্কের শিক্ষক হিসেবে কর্মরত। একই সঙ্গে ময়না পঞ্চায়েতে বিজেপির উপপ্রধান পদেও আছেন তিনি। তালিকায় নাম প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। নিজের অবস্থান স্পষ্ট করে সৌমেন কর জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন। কাউকে কোনও অর্থ দেননি। তালিকায় নাম আসায় তিনি আদালত ও এসএসসির দ্বারস্থ হবেন। তবে তাঁর নাম জড়িয়ে পড়ায় বিজেপির স্থানীয় সংগঠনে চাপানউতোর শুরু হয়েছে। সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দলে তাঁর প্রতি দূরত্ব তৈরি হচ্ছে।
স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল এ বিষয়ে বলেন, ২০১৬ সালে উনি চাকরি পেয়েছিলেন। পরে ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে জিতে উপপ্রধান হন। যদি কারও দোষ প্রমাণিত হয়, তাহলে তাঁকে শাস্তি পেতেই হবে। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন, এখনও চাকরি বিক্রির দালালরা ময়না এলাকায় সক্রিয়। সামনে পরীক্ষা থাকায় এই পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।