রাজ্যের এ গ্রেড পুরসভা হিসেবে পরিচিত পানিহাটি। এদিকে, লোকসভা ভোট ঘোষণা হলে উন্নয়নমূলক কাজের জন্য আর কোনও আর্থিক অনুমোদন দিতে পারবে না পুরসভা। কিন্তু, কেন পুরসভার এমন দশা? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরা।
থমকে পানিহাটি পুরসভার একাধিক কাজ
রাজনৈতিক টানাপোড়েনের কারণে থমকে রয়েছে পানিহাটি পুরসভার একাধিক উন্নয়নমূলক কাজ। যার জেরে সমস্যায় পড়েছেন সেখানকার নাগরিকরা। সামনে লোকসভা নির্বাচন। তার আগে পুরসভার এমন অবস্থার ফলে লোকসভা ভোটে প্রভাব পড়বে বলেই মনে করছেন শাসক দলের পুর প্রতিনিধিদের একাংশ। নাগরিকদের অভিযোগ, এই পুরসভায় বিদ্যুৎ, নিকাশি, জল থেকে শুরু করে কোনও পরিষেবায় ঠিকমতো মিলছে না। প্রায় ২ মাস ধরে উন্নয়নের কাজ থমকে রয়েছে এই পুরসভায়। এমন অবস্থায় পুরসভা কর্তৃপক্ষের উপর বেজায় ক্ষুব্ধ নাগরিকরা।
রাজ্যের এ গ্রেড পুরসভা হিসেবে পরিচিত পানিহাটি। এদিকে, লোকসভা ভোট ঘোষণা হলে উন্নয়নমূলক কাজের জন্য আর কোনও আর্থিক অনুমোদন দিতে পারবে না পুরসভা। কিন্তু, কেন পুরসভার এমন দশা? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরা। জানা যাচ্ছে, গত জানুয়ারিতে পুরপ্রধান মলয় রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে তৃণমূলেরই পুর প্রতিনিধিদের একাংশ। গত জানুয়ারিতে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু, সেই মিটিংয়ে তৃণমূলের পুরপ্রতিনিধিরা অংশগ্রহণ করেননি। আর তারপরে বোর্ড মিটিংও হয়নি। এরফলে নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। আরও জানা যাচ্ছে, মলয়কে সরিয়ে নিজের এক ঘনিষ্ঠকে পুরপ্রধানের চেয়ারে বসাতে চাইছেন তৃণমূলের স্থানীয় এক শীর্ষ নেতা। অন্যদিকে, পদ ছাড়তে চাইছেন না মলয়। এই নিয়ে কার্যত পুরসভার পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠেছে। বোর্ড মিটিংয়ে উন্নয়ন সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। কিন্তু বোর্ড মিটিং না হওয়ার ফলে তা সম্ভব হচ্ছে না।