ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন জেলায় জেলায় তাঁর নেতৃত্বে শুরু হয়েছে ভাষা আন্দোলন। এই দিন ঝাড়গ্রামের মঞ্চ থেকে চরম বার্তা দিলেন তৃণমূলনেত্রী। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দিতে হলে তাঁর দেহ পেরিয়ে যেতে হবে বলে সাবধান করলেন ‘দিদি’। ২০২৬ সালের ভোটের আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপিকে একরকম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘এনআরসি মানছি না, মানব না’
ঝাড়গ্রামের মঞ্চ থেকে এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআরের আড়ালে কেন্দ্রীয় সরকার এনআরসি করতে চাইছে রাজ্যে। তাদের এই ‘চক্রান্ত’ ব্যর্থ করতে সব দলকে একজোট হতে ডাক দিয়েছেন তিনি। ঝাড়গ্রামের পথে হাঁটতে হাঁটতে মমতা স্লোগান তোলেন, ‘এনআরসি মানছি না, মানব না।’ পাশাপাশি গর্জে উঠে তিনি বলেন, ‘নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।’
আরও পড়ুন - দুর্যোগে উত্তরকাশী… ‘দেবভূমি’র ভূমিপুত্র পন্তের কোন বার্তা? মন ছুঁলেন আরেক কারণে
অসম সরকারকে তুলোধোনা
বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে সম্প্রতি অসম সরকার এনআরসি-র নোটিশ পাঠিয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।’ পাশাপাশি এই দিন নাগরিকদের এরকম চিঠি পেলে যেতে নিষেধ করে দেন।
‘শাহের দালালি করছেন?’
মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী কাজে যুক্ত চারজন অফিসারসহ পাঁচজনকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছিল সেই নির্দেশ। এই দিন নির্বাচন কমিশনকেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। কালকেও ERO-দের সাসপেন্ড করে দিয়েছে। এখনও নির্বাচন শুরু হয়েছে? আট মাস বাকি। কোন আইনের মাধ্যমে সাসপেন্ড করছেন? অমিত শাহের দালালি করছেন?’
আরও পড়ুন - বাংলাদেশে ভোট কবে? হাসিনা-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে যা বললেন ইউনুস…
‘বিজেপির বন্ডেড লেবার’
নির্বাচন কমিশনকে এই দিন ঝাড়গ্রামের মঞ্চ থেকে নাম না করে বিজেপির বন্ডেড লেবার বলে আক্রমণ করেন। প্রসঙ্গত, মঙ্গলবার বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও যথাক্রমে দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভার ওই দুই পদে কর্মরত বিপ্লব সরকার ও সুদীপ্ত দাসকে সাসপেন্ড করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপের নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘লজ্জা করে না? তুমি স্বরাষ্ট্র মন্ত্রকের দালালি করছ… অমিত শাহ তো মনে করেন, উনি যা বলবেন, তাই হবে।’