প্রতীক্ষার অবসান। শারদোৎসবের আগে অবশেষে বাংলার বাজারে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। বুধবার গভীর রাতে বনগাঁ সীমান্ত পার হয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে কলকাতায়। প্রথম দফায় আসে প্রায় ৫০ মেট্রিক টন মাছ। এর কিছুক্ষণের মধ্যেই আরও ৫০ মেট্রিক টন ইলিশ পৌঁছয়। বৃহস্পতিবার সকালেই কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে শুরু হয় নিলাম প্রক্রিয়া।
আরও পড়ুন: পুজোর আগে সীমান্ত পেরিয়ে ভারতে পদ্মার ইলিশ, প্রথম দফায় এল ৩৭ টন রুপোলি শস্য
মৎস্য ব্যবসায়ীদের অনুমান, খুচরো বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৬০০ থেকে ১৭০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে। তবে পুজোর আগে চাহিদা বাড়লে দাম আরও কিছুটা বাড়তে পারে বলেও আশঙ্কা।বাংলাদেশ সরকার ইতিমধ্যেই জানিয়েছে, এবছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করা হবে। ধাপে ধাপে তা আসবে আগামী কয়েক দিনে। বুধবার রাতেই বাংলাদেশ থেকে প্রায় দশটি ট্রাক পদ্মার ইলিশ নিয়ে কলকাতায় পৌঁছেছে। প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় রফতানি নীতি অনুযায়ী ইলিশ মাছ রফতানির ক্ষেত্রে রয়েছে শর্তসাপেক্ষ ছাড়। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপুজোর মরসুমে বিশেষ অনুমতিতে পদ্মার ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। গত বছর অন্তর্বর্তী সরকার প্রায় ২,৪২০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছিল। এবছর সেই পরিমাণ কিছুটা কমে দাঁড়িয়েছে ১,২০০ মেট্রিক টনে। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্যও নির্ধারিত হয়েছে, ন্যূনতম সাড়ে ১২ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫৭ টাকা। ফলে খুচরো বাজারে দাম কিছুটা বেশি পড়বেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। পদ্মার ইলিশের স্বাদে ভরিয়ে তুলতে এখন উৎসুক কলকাতা ও তার আশপাশের বাজার। শারদোৎসবের আগেই মাছপ্রেমীদের প্লেটে পৌঁছতে চলেছে বহু প্রতীক্ষিত ইলিশ।