মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার সরকারে মন্ত্রী থাকা আবু হেনা প্রয়াত হলেন ২০ জুলাই রাতে। পেশায় আইনজীবী ছিলেন আবু হেনা। এর পাশাপাশি টানা ৩০ বছর তিনি লালগোলা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গিয়েছে, ২০ জুলাই রাত পৌনে ১১টা নাগাদ কলকাতার সল্টলেকের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে লালগোলায়। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। (আরও পড়ুন: মোদীর কালী ভক্তি নিয়ে প্রশ্ন! 'TMC-র মিথ্যাচার' নিয়ে সরব BJP বলল- 'মা সব দেখছেন')
১৯৯১ সালে তিনি প্রথমবার বিধায়ক হয়েছিলেন আবু হেনা। এরপর ২০২১ সাল পর্যন্ত লালগোলার বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার তিনি হেরেছিলেন। তৃণমূল প্রার্থী মহম্মদ আলির কাছে পরাজিত হয়েছিলেন আবু হেনা। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী হন আবু হেনা। পরে কংগ্রেস সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করলে তিনিও মন্ত্রী পদ ত্যাগ করেছিলেন। তিনি বরাবর কংগ্রেসেই থেকেছেন। তাঁর প্রয়াণে অধীর চৌধুরী আবগঘন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, আবু হেনা নিজে প্রভাবশালী রাজনীতিক পরিবারের সদস্য ছিলেন। তাঁর বাবা আব্দুস সাত্তার ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য। আর বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন আবু হেনা। (আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় 'তৃণমূলের বাংলাদেশি নেত্রী'!)
আরও পড়ুন: উত্তরবঙ্গের মন জয়ে একুশের মঞ্চে তৃণমূলের 'হাতিয়ার' NRC নোটিশ পাওয়া ব্রজবাসী?