গত ১৮ জুলাই বাংলায় এসে 'জয় শ্রী রাম' স্লোগান না তুলে 'জয় মা কালী' বলেছিলেন নরেন্দ্র মোদী। এই আবহে তৃণমূল কংগ্রেস দাবি করতে শুরু করেছে, বিধানসভা ভোটে জিততেই মা কালীকে স্মরণ করছেন মোদী। আর বাংলার রাজনীতিতে এই অভিযোগ নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন পালটা জবাব দিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের একুশের সমাবেশের আগেই মোদীর পুরনো সব ভিডিয়ো এবং কালী মন্দির দর্শনের রিপোর্ট সামনে এনে বিজেপি দাবি করল, মোদী চিরকালই কালী ভক্ত ছিলেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি এই নিয়ে লেখে, 'তারা আবারও মিথ্যা কথা ছড়াচ্ছে। বলছে, এই সম্প্রতি নাকি মোদী কালী নাম যপ করতে শুরু করেছে। তাহলে আগের কিছু ফ্যাক্ট তুলে ধরা যাক। মোদী গুজরাটের পভগড় কালী মন্দিরে গিয়েছিলেন। এটি একটি শক্তিপীঠ পাঁচশো বছর ধরে এই মন্দিরে কোনও ধ্বজা উড়ত না। কেন? একটি বেআইনি মসজিদ সেই পথ ব্লক করে রেখেছিল। মুখ্যমন্ত্রী হিসেবে মোদীজি সেই চ্যালেঞ্জ নিয়ে ধ্বজা ওড়ানোর প্রক্রিয়া শুরু করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করেন যাতে সেই ধ্বজা ফের ওড়ে। মায়ের মন্দির পুরনো গৌরব ফিরে পায়। এই নিয়ে কোনও আওয়াজ হয়নি। শুধু কাজ হয়েছিল।' এরপর পুরনো একটি খবরের প্রতিবেদন তুলে ধরে বিজেপি লেখে, '২০১০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেছিলেন। কোনও রাজনীতি বা ক্ষমতা দখলের জন্য তিনি এখানে আসেননি। তিনি মায়ের প্রতি ভক্তির টানে এসেছিলেন। তাঁর প্রথম গন্তব্য ছিল দক্ষিণেশ্বর মন্দির।'
বিজেপির পোস্টে মোদীর ২০১৩ সালের বাংলা সফরেরও উল্লেখ করা হয়। সেবারও মোদী দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন। ২০১৫ সালে মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, তখন ফের বাংলা সফরে এসে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সেই সফরকালে মোদীর আরতির ভিডিয়ো পোস্ট করে বিজেপি। এরপর ২০২১ সাল। বাংলাদেশে যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরে যান। এই শক্তিপীঠে মোদীর মাথা নত করার ভিডিয়ো এবং মন্দির নিয়ে মোদীর বক্তব্যের ভিডিয়ো বঙ্গ বিজেপি পোস্ট করে। উল্লেখ্য, এই মন্দিরেই যশোরেশ্বরী মায়ের জন্য একটি মুকুট উপহার দিয়েছিলেন মোদী। তবে পরে তা চুরি হয়ে যায়। এদিকে বঙ্গ বিজেপি এই 'থ্রেডে' ষষ্ঠ পোস্ট করে মোদীর হায়দরাবাদ সফরের একটি প্রতিবেদন তুলে ধরেন। সেই পোস্টে দেখা যাচ্ছে, মোদী সেকেন্দরাবাদের উজ্জৈনি মহাকালী মন্দিরে গিয়েছিলেন ২০২৪ সালে।
বঙ্গ বিজেপির এই থ্রেডের শেষে বক্তব্য, 'গুজরাট থেকে বাংলাদেশ থেকে তেলঙ্গনা, মা কালীর সঙ্গে মোদীজির যোগ অনেক গভীর। এটা নতুন কিছু না। হঠাৎ করে কিছু শুরু হয়নি। তিনি এমনই ছিলেন চিরকাল। তাই যখন তাঁর ভক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন মোদীকে কটাক্ষ করা হচ্ছে না, কটাক্ষ করা হচ্ছে মা কালীর সকল ভক্তকে। আর বাংলা জানে, মা কালী সব দেখছেন।'