স্ত্রীকে ট্রেনে তুলে বাড়ি ফেরার সময় সাত সকালে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। রবিবার রামনবমীর ভোরে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের বড়া এলাকায়। গুলিবিদ্ধ যুবক তপন বালাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি দাবি করেছে তৃণমূলও।জানা গিয়েছে, বড়ার বাসিন্দা তপনবাবু পেশায় ফুল ব্যবসায়ী। ঠাকুরনগর ও লাগোয়া এলাকাগুলি থেকে প্রতিদিন সকালে প্রচুর মানুষ ট্রেনে করে পুজোর ফুল বিক্রি করতে কলকাতা ও শহরতলিতে আসেন। রবিবার রামনবমীর সকালে ফুলসহ স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে আসতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লাগে তপনবাবুর বুকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল ও পরে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এই ঘটনায় সন্দেহভাজন হিসাবে কয়েকজনের নাম পুলিশকে জানান আক্রান্ত যুবক। সেই তথ্যের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার নিন্দা করেছে বিজেপি - তৃণমূল দুপক্ষই। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা।