বৃষ্টির জল জমে ঢুকে গিয়েছিল ঘরে। আর সেই জমা জলেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বিছানা থেকে জলে পড়ে মৃত্যু হল মাত্র পাঁচ মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায়। শিশুর নাম ঋষিকা ঘোড়ই। ঘটনার সময় তার মা ঘরের বাইরে কাজ করছিলেন। আর ঘরের মধ্যে খাটে ঘুমোচ্ছিল ঋষিকা। সেখান থেকেই কোনওভাবে জলে পড়ে যায় সে। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: ডুয়ার্সে ফের চিতাবাঘের হানা, উঠোন থেকে তুলে নিয়ে গেল শিশুকে, বাগানে মিলল দেহ
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান উত্তর দমদম পুর হাসপাতালে। পরে পাঠানো হয় ফুলবাগানের শিশু হাসপাতালে। চিকিৎসকেরা জানান, শিশুটিকে বাঁচানো যায়নি। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। শুধু এই একটি দুর্ঘটনা নয়, প্রতিবছর বর্ষা নামলেই জল জমে যায় উত্তর দমদমের একাধিক ওয়ার্ডে। বিশেষত নিচু জায়গাগুলিতে দুর্ভোগ সবচেয়ে বেশি। পুরসভার তরফে দাবি করা হচ্ছে, নিকাশির উন্নয়নের জন্য ছয়টি প্রকল্পে কাজ চলছে। তাতে কিছুটা উপকার হবে বলেই আশা। তবে স্থানীয়দের একাংশ বলছেন, সেই আশ্বাস বছরের পর বছর ধরে শোনা গেলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরাই।
পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস জানিয়েছেন, পাম্প বসিয়ে জল সরানোর কাজ চলছে। বৃষ্টি থামলেই প্রকল্পগুলির কাজ আবার শুরু হবে। যদিও এলাকার মানুষের প্রশ্ন, বর্ষার আগে কেন এই সমস্ত কাজ শেষ করা গেল না? স্থানীয়দের আরও দাবি, শুধু নিকাশি খাল নয়, জলাশয়গুলিকেও সংস্কার করা দরকার। বহু জায়গায় জল বেরোনোর পথ বন্ধ হয়ে পড়েছে ময়লা এবং পলিতে।