বাংলা নিউজ > ময়দান > Legends League Cricket: নার্সের পালটা শতরান কেভিনের, দুরন্ত জয় গুজরাট জায়ান্টসের

Legends League Cricket: নার্সের পালটা শতরান কেভিনের, দুরন্ত জয় গুজরাট জায়ান্টসের

দুই শতরানকারী কেভিন ও নার্স। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।

ধুমধাড়াক্কা ব্যাটিং, লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এর উদ্বোধনী ম্যাচেই জোড়া শতরানের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।

ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস প্রদর্শনী ম্যাচ দিয়ে শুক্রবারই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছিল লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় মরশুম। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলা হয় শনিবার। প্রথম ম্যাচে বীরেন্দ্র সেহওয়াগের গুজরাট জায়ান্টসের লড়াই ছিল ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে। গৌতম গম্ভীর ক্যাপিটালসের ক্যাপ্টেন নির্বাচিত হলেও তাঁর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিতে নামেন জ্যাক কালিস। শেষমেশ ম্যাচ জিতে মাঠ ছাড়ে গুজরাট।

17 Sep 2022, 11:34:53 PM IST

ম্যাচের সেরা নার্স

কেভিন ও'ব্রায়েন ম্যাচ জেতানো শতরান করলেও তাঁকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যাশলে নার্স। ৪৩ বলে অপরাজিত ১০৩ রান করার পাশাপাশি বল হাতে ১টি উইকেটও নেন তিনি। 

17 Sep 2022, 11:20:16 PM IST

৩ উইকেটে জয় গুজরাট জায়ান্টসের

ইন্ডিয়া ক্যাপিটালসের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮০ রান তুলে নেয়। ৮ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে গুজরাট।

17 Sep 2022, 11:16:48 PM IST

এমরিত আউট

পরপর ২টি বলে ২টি উইকেট নিলেন তাম্বে। ১৮.৪ ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এমরিত। তিনি গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। ব্যাট করতে নামেন মিচেল ম্যাকক্লেনাঘান। তাম্বের পরের বল ওয়াইড হওয়ায় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট জায়ান্টস।

17 Sep 2022, 11:13:30 PM IST

তাম্বের দ্বিতীয় শিকার চিগুম্বুরা

১৮.৩ ওভারে প্রবীণ তাম্বের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন চিগুম্বুরা। ৬ বলে ৩ রান করেন তিনি। ১৭৯ রানে ৬ উইকেট হারায় জায়ান্টস। ব্যাট করতে নামেন এমরিত।

17 Sep 2022, 11:11:25 PM IST

পেরেরা আউট

১৭.৬ ওভারে প্লাঙ্কেটের বলে নার্সের হাতে ধরা পড়েন থিসারা পেরেরা। ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন পেরেরা। গুজরাট ১৭৯ রান ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচার্ড লেভি।

17 Sep 2022, 11:07:02 PM IST

ও'ব্রায়েনকে ফেরালেন প্লাঙ্কেট

১৭.৩ ওভারে লিয়াম প্লাঙ্কেটের বলে প্রবীণ তাম্বের হাতে ধরা পড়েন কেভিন ও'ব্রায়েন। ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১০৭ রান করে আউট হন কেভিন। গুজরাট ১৭৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চিগুম্বুরা।

17 Sep 2022, 11:02:34 PM IST

যশপালকে ফেরালেন তাম্বে

১৬.৪ ওভারে প্রবীণ তাম্বের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন যশপাল সিং। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২১ রান করে মাঠ ছাড়েন যশপাল। গুজরাট ১৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন থিসারা পেরেরা। ১৭ ওভার শেষে জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ১৭১ রান। জয়ের জন্য ৩ ওভারে ৯ রান দরকার তাদের। কেভিন ১০৩ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 11:01:54 PM IST

ছক্কা হাঁকিয়ে শতরান ও'ব্রায়েনের

১৬.২ ওভারে প্রবীণ তাম্বের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কেভিন ও'ব্রায়েন। ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ১০০ রানের গণ্ডি টপকাল কেভিন।

17 Sep 2022, 10:58:45 PM IST

জীবনদান পেলেন কেভিন

১৫.৪ ওভারে জনসনের বলে উইকেটকিপার রামদিনের দস্তানা থেকে জীবনদান পান কেভিন ও' ব্রায়েন। পরের বলে ছক্কা মারেন যশপাল। ১৬ ওভারে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৬১ রান। ৯৫ রানে ব্যাট করছেন কেভিন। ২০ রান করেছেন যশপাল।

17 Sep 2022, 10:54:24 PM IST

৫ ওভারে গুজরাটের দরকার ২৯ রান

১৫ ওভার শেষে গুজরাট জায়ান্টসের স্কোর ২ উইকেটে ১৫১ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ২৯ রান। কেভিন ও'ব্রায়েন ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৯৩ রান করেছেন।

17 Sep 2022, 10:50:16 PM IST

পবনের ওভারে ১০ রান

১৪তম ওভারে পবন সূয়লের বলে ২টি চার মারেন কেভিন ও'ব্রায়েন। ওভারে মোট ১০ রান ওঠে। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ১৩৯ রান। কেভিন ৮৬ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 10:42:56 PM IST

টাইট বোলিং ক্যাপিটালসের

১২তম ওভারে লিয়াম প্লাঙ্কেট মাত্র ৩ রান খরচ করেন। ১৩তম ওভারে প্রবীণ তাম্বে ৫ রান খরচ করেন। ১৩ ওভার শেষে গুজরাট জায়ান্টসের স্কোর ২ উইকেটে ১২৯ রান। কেভিন ৭৮ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 10:30:47 PM IST

পার্থিব প্যাটেল আউট

১০.১ ওভারে অ্যাশলে নার্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পার্থিব প্যাটেল। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন পার্থিব। গুজরাট ১১০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যশপাল সিং। ওভারের শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন কেভিন। ১১ ওভার শেষে জায়ান্টসের স্কোর ২ উইকেটে ১২১ রান। ৭৫ রানে ব্যাট করছেন কেভিন

17 Sep 2022, 10:27:38 PM IST

১০০ টপকাল গুজরাট

দশম ওভারেই দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় গুজরাট জায়ান্টস। পঙ্কজ সিংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন পার্থিব। ১টি চার মারেন কেভিন। ওভারে মোট ১৮ রান ওঠে। ১০ ওভার শেষে গুজরাট জায়ান্টসের স্কোর ১ উইকেটে ১১০ রান। কেভিন ও'ব্রায়েন ৬৫ ও পার্থিব ২৪ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 10:23:02 PM IST

নার্সের ওভারে ১০ রান

অষ্টম ওভারে পঙ্কজ সিং ৭ রান খরচ করেন। নবম ওভারে অ্যাশলে নার্স ১০ রান করচ করেন। ১টি ছক্কা মারেন পার্থিব প্যাটেল। ১৯ ওভার শেষে গুজরাট জায়ান্টসের স্কোর ১ উইকেটে ৯২ রান। কেভিন ৬০ ও পার্থিব ১৩ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 10:05:59 PM IST

২৭ বলে হাফ-সেঞ্চুরি ও'ব্রায়েনের

৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কেভিন ও'ব্রায়েন। তিনি আগের দিন বিশেষ প্রদর্শনী ম্যাচেও হাফ-সেঞ্চুরি করেন। ৭ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ১ উইকেটে ৭৫ রান। প্রবীণের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন কেভিন। তিনি ৫৬ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 10:04:35 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাট জায়ান্টসের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান। পঙ্কজ সিং নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন পঙ্কজ সিং। কেভিন ৪১ ও পার্থিব ১ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 09:58:53 PM IST

৫০ টপকাল গুজরাট

পঞ্চম ওভারে প্রবীণ গুপ্তর বলে ৩টি চার মারেন কেভিন ও'ব্রায়েন। ওভারে মোট ১৩ রান ওটে। ৫ ওভার শেষে গুজরাট জায়ান্টসের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। কেভিন ৩৭ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 09:54:48 PM IST

সেহওয়াগকে ফেরালেন জসনস

৩.৬ ওভারে জনসনের বলে পয়েন্টে পবনের হাতে ধরা পড়েন বীরেন্দ্র সেহওয়াগ। ১০ বলে ৬ রান করেন বীরু। গুজরাট জায়ান্টস ৪০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পার্থিব প্যাটেল।

17 Sep 2022, 09:49:44 PM IST

প্লাঙ্কেটের ওভারে ৩টি চার কেভিনের

দ্বিতীয় ওভারে মিচেল জনসন ৫ রান খরচ করেন। তৃতীয় ওভারে লিয়াম প্লাঙ্কেটের বলে ৩টি চার মারেন কেভিন ও'ব্রায়েন। ৩ ওভার শেষে গুজরাট জায়ান্টসের স্কোর বিনা উইকেটে ৩২ রান। ১৮ রান করেছেন কেভিন।

17 Sep 2022, 09:33:26 PM IST

ও'ব্রায়েনকে সঙ্গে নিয়ে ওপেনে সেহওয়াগ

গুজরাট জায়ান্টসের রান তাড়া করা শুরু। কেভিন ও'ব্রায়েনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন বীরেন্দ্র সেহওয়াগ। বোলিং শুরু করেন পবন সূয়ল। শুরুতেই ওয়াইড করেন পবন। তিনি ওভারে আরও ৩টি ওয়াইড বল করেন। ১০ বলের ওভারে ১৫ রান ওটে। বাউন্ডারি লাইনে কেভিন ও'ব্রায়েনের ক্যাচ ধরেও ভারসাম্য বজায় রাখার চেষ্টায় তিনি বল ফেলে দেন।

17 Sep 2022, 09:18:24 PM IST

বড় ইনিংস ক্যাপিটালসের

নির্ধারিত ২০ ওভারে ইন্ডিয়া ক্যাপিটালস ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। অ্যাশলে নার্স ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ১০৩ রান করে নট-আউট থাকেন। ৮ বলে ৫ রান করেন জনসন। জয়ের জন্য গুজরাট জায়ান্টসের দরকার ১৮০ রান। ম্যাকক্লেনাঘান ৪ ওভারে ৪৫ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।

17 Sep 2022, 09:15:00 PM IST

বিধ্বংসী শতরান নার্সের

৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অ্যাশলে নার্স। শেষ ওভারে ম্যাকক্লেনাঘানের বলে জোড়া ছক্কা হাঁকান নার্স।

17 Sep 2022, 09:09:10 PM IST

১৫০ টপকাল ইন্ডিয়া ক্যাপিটালস

১৮তম ওভারে ১০ রান খরচ করেন মিচেল ম্যাকক্লেনাঘান। ২টি চার মারেন নার্স। ১৯তম ওভারে ১৫ রান খরচ করেন এমরিত। ২টি ছক্কা মারেন নার্স। ১৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১৬৩ রান। নার্স ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৯০ রান করেছেন। এমরিত ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

17 Sep 2022, 08:58:55 PM IST

প্লাঙ্কেট আউট

১৭তম ওভারে এমরিতের প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন নার্স। চতুর্থ বলে চার মারেন প্লাঙ্কেট। পঞ্চম বলে আপান্নার হাতে ধরা পড়েন লিয়াম। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন প্লাঙ্কেট। ইন্ডিয়া ক্যাপিটালস ১৩৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল জনসন। এমরিত ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

17 Sep 2022, 08:50:55 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি নার্সের

৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাশলে নার্স। ১৬তম ওভারে কেপি আপান্নার বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন নার্স। ওভারে মোট ২০ রান ওঠে। ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৬ উইকেটে ১২৫ রান। নার্স ৫৬ ও প্লাঙ্কেট ১১ রানে ব্যাট করছেন। আপান্না ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

17 Sep 2022, 08:46:09 PM IST

১০০ টপকাল ক্যাপিটালস

১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইন্ডিয়া ক্যাপিটালস। তাদের স্কোর ৬ উইকেটে ১০৫ রান। দিন্দার ওভারে ১৫ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন নার্স। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪১ রান করেছেন।

17 Sep 2022, 08:41:27 PM IST

১০০-র দোরগোড়ায় ক্যাপিটালস

১৩তম ওভারে গ্রেম সোয়ান ৮ রান খরচ করেন। ১টি ছক্কা মারেন নার্স। ১৪তম ওভারে থিসারা পেরেরা ৮ রান খরচ করেন। ২টি চার মারেন প্লাঙ্কেট। ১৪ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৬ উইকেটে ৯০ রান। নার্স ২৭ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 08:32:53 PM IST

রজত ভাটিয়া আউট

সুপার সাব হিসেবে ব্যাট করতে নামা রজত ভাটিয়া গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। ১১.৬ ওভারে পেরেরার বলে উইকেটকিপার পার্থিবের দস্তানায় ধরা পড়েন ভাটিয়া। ক্যাপিটালস ৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম প্লাঙ্কেট।

17 Sep 2022, 08:32:18 PM IST

রামদিন আউট

১১.৫ ওভারে থিসারা পেরেরার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন দীনেশ রামদিন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন রামদিন। ক্যাপিটালস ৭৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রজত ভাটিয়া।

17 Sep 2022, 08:28:20 PM IST

১১ ওভারে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৭৩

১১ ওভার শেষে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৭৩ রান। দশম ওভারে থিসারা পেরেরা ৭ রান খরচ করেন। ১টি চার মারেন রামদিন। ১১তম ওভারে আপান্না ৯ রান খরচ করেন। ১টি ছক্কা মারেন নার্স। রামদিন ৩১ ও নার্স ১৯ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 08:17:49 PM IST

৫০ টপকাল ইন্ডিয়া ক্যাপিটালস

৮.৩ ওভারে গ্রেম সোয়ানকে ছক্কা হাঁরিয়ে ইন্ডিয়া ক্যাপিটালসকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান রামদিন। ওভারের শেষ বলে ১টি চার মারেন নার্স। ওভারে মোট ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৫৭ রান। রামদিন ২৪ রানে ব্যাট করছেন।

17 Sep 2022, 08:06:57 PM IST

সুহেলকে ফেরালেন সোয়ান

সপ্তম ওভারে বল করতে আসেন গ্রেম সোয়ান। তিনি ওভারের দ্বিতীয় বলেই সুহেল শর্মার উইকেট তুলে নেন। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি শর্মা। তাঁর ক্যাচ ধরেন বিসলা। ইন্ডিয়া ক্যাপিটালস ৩৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলে নার্স। ৭ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৩৬ রান।

17 Sep 2022, 08:05:03 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে মিচেল ম্যাকক্লেনাঘানের বলে ২টি চার মারেন রামদিন। ওভারে মোট ১২ রানে ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইন্ডিয়া ক্যাপিটালস ৩ উইকেটে ৩৩ রান সংগ্রহ করে। রামদিন ১২ রানে ব্যাট করছেন। 

17 Sep 2022, 07:57:35 PM IST

মায়েরকে ফেরালেন এমরিত

৪.৪ ওভারে এমরিতের বলে কেভিন ও'ব্রায়েনের হাতে ধরা পড়েন সলোমন মায়ের। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ইন্ডিয়া ক্যাপিটালস ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুহেল শর্মা। এমরিত ২ ওভারে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

17 Sep 2022, 07:55:30 PM IST

কালিসকে বোল্ড করেন আপান্না

৩.৫ ওভারে কেপি আপান্নার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জ্যাক কালিস। ৪ বলে খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইন্ডিয়া ক্যাপিটালস ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ রামদিন। আপান্না ২ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।

17 Sep 2022, 07:49:28 PM IST

মাসাকাদজা আউট

৩.১ ওভারে কেপি আপান্নার বলে গ্রেম সোয়ানের হাতে ধরা পড়েন হ্যামিল্টন মাসাকাদজা। ৯ বলে ৭ রান করে মাঠ ছাড়েন হ্যামিল্টন। ইন্ডিয়া ক্যাপিটালস ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন জ্যাক কালিস।

17 Sep 2022, 07:43:29 PM IST

বাউন্ডারিতে আপান্নাকে স্বাগত

দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেপি আপান্না। প্রথম বলেই চার মারেন মাসাকাদজা। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ১৭ রান।

17 Sep 2022, 07:32:13 PM IST

ম্যাচ শুরু

হ্যামিস্টন মাসাকাজদাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সলোমন মায়ের। বোলিং শুরু করেন অশোক দিন্দা। শুরুতেই তিনি ওয়াইড বল করেন। প্রথম বলেই চার মারেন মায়ের। চতুর্থ বলে আরও একটি চার মারেন তিনি। প্রথম ওভারে ১১ রান ওঠেয

17 Sep 2022, 07:26:03 PM IST

ইন্ডিয়া ক্যাপিটালসের প্রথম একাদশ

জ্যাক কালিস (ক্যাপ্টেন), সলোমন মায়ের, হ্যামিল্টন মাসাকাদজা, দীনেশ রামদিন (উইকেটকিপার), অ্যাশলে নার্স, সুহেল শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মিচেল জনসন, পঙ্কজ সিং, পবন সূয়ল, প্রবীণ গুপ্ত।পরিবর্ত: প্রবীণ তাম্বে, রজত ভাটিয়া, ফারভেজ মাহরুফ, জন মুনি।

17 Sep 2022, 07:18:37 PM IST

গুজরাট জায়ান্টসের প্রথম একাদশ

বীরেন্দ্র সেহওয়াগ (ক্যাপ্টেন), কেভিন ও'ব্রায়েন, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), মানবিন্দর বিসলা, থিসারা পেরেরা, যশপাল সিং, রায়াদ এমরিত, মিচেল ম্যাকক্লেনাঘান, গ্রেম সোয়ান, কেপি আপান্না, অশোক দিন্দা।পরিবর্ত: রিচার্ড লেভি, এল্টন চিগুম্বুরা, যোগিন্দর শর্মা।

17 Sep 2022, 07:09:09 PM IST

টস জিতলেন সেহওয়াগ

ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে টস জিতল গুজরাট জায়ান্টস। টস জিতে বীরেন্দ্র সেহওয়াগ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইন্ডিয়া ক্যাপিটালসকে। উল্লেখ্য, গম্ভীর নন, ইন্ডিয়া ক্যাপিটালসকে এই ম্যাচে নেতৃত্ব দিতে নামেন জ্যাক কালিস। 

17 Sep 2022, 06:56:58 PM IST

বৃষ্টির আশঙ্কা ম্যাচ ঘিরে

ইডেনে গুজরাট জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুতরাং বিঘ্নিত হতে পারে ম্যাচের গতি।

17 Sep 2022, 06:38:57 PM IST

প্রদর্শনী ম্যাচের ফলাফল

শুক্রবার লেজেন্ডস লিগ ক্রিকেটের বিশেষ প্রদর্শনী ম্যাচে হরভজন সিংয়ের ইন্ডিয়া মহারাজাস মাঠে নামে জ্যাক কালিসের ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে। শুরুতে ব্যাট করে ওয়ার্ল্ড জায়ান্টস ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। কেভিন ও'ব্রায়েন ৫২ ও দীনেশ রামদিন ৪২ রান করেন। পঙ্কজ সিং ২৬ রানে ৫ উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া মহারাজাস ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলে ম্যাচ জিতে যায়। তন্ময় শ্রীবাস্তব ৫৪ ও ইউসুফ পাঠান ৫০ রান করেন। ৩টি উইকেট নেন ব্রেসনান। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পঙ্কজ।

17 Sep 2022, 06:36:03 PM IST

ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াড

গৌতম গম্ভীর (ক্যাপ্টেন), ফারভেজ মাহরুফ, জ্যাক কালিস, জন মুনি, রজত ভাটিয়া, রবি বোপারা, মিচেল জনসন, লিয়াম প্লাঙ্কেট, মাশরাফি মোর্তাজা, পঙ্কজ সিং, আসগর আফগান, হ্যামিল্টন মাসাকাদজা, রস টেলর, দীনেশ রামদিন (উইকেটকিপার), প্রসপার উৎসেয়া ও প্রবীণ তাম্বে।

17 Sep 2022, 06:36:04 PM IST

গুজরাট জায়ান্টস স্কোয়াড

বীরেন্দ্র সেহওয়াগ (ক্যাপ্টেন), ক্রিস গেইল, ড্যানিয়েল ভেত্তোরি, এল্টন চিগুম্বুরা, যোগিন্দর শর্মা, কেভিন ও'ব্রায়েন, স্টুয়ার্ট বিনি, মিচেল ম্যাকক্লেনাঘান, অশোক দিন্দা, ক্রিস ট্রেমলেট, লেন্ডল সিমন্স, রিচার্ড লেভি, মানবিন্দর বিসলা (উইকেটকিপার), পার্থিব প্যাটেল (উইকেটকিপার), অজন্তা মেন্ডিস ও গ্রেম সোয়ান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ইউনুসের বাংলাদেশে সত্যজিতের পৈতৃক ভিটে ভাঙতেই দিল্লির জোরালো বার্তা ঢাকাকে 'পুতিনের উপর বিরক্ত ট্রাম্প!' বিস্ফোরক দাবি ন্যাটো প্রধানের, কৃতজ্ঞতা জেলেনস্কির পড়াশোনার জন্য বিশ্বের সেরা শহর কোনটা? তালিকায় ভারতের ৪, সবথেকে খরচ কম কলকাতায়? বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, পুরুলিয়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের ফের আইনি জটিলতায় সময়! প্রতিবন্ধীদের নিয়ে মশকরা করায় কী বলল সুপ্রিম কোর্ট? বাবা হলেন সিদ্ধার্থ! কন্যা না পুত্র সন্তানের জন্ম দিলেন কিয়ারা? ‘PMকে চিঠি লিখেছি…,১৪ বছর ধরে লড়াই করছি’,কী নিয়ে ক্ষোভে ফুঁসলেন দিদি পুণে পোর্শে-কাণ্ড: নাবালক হিসেবেই বিচারের সম্মুখীন হবে অভিযুক্ত প্রত্যন্ত আদিবাসী এলাকার জন্য বড় পদক্ষেপ, ৩০টি স্বাস্থ্যকেন্দ্র গড়ছে রাজ্য বয়স সবে ১৫, এখনই অভিনয়ের জাদুতে সকলের মন জয় নওয়াজের মেয়ের! কী বলছে নেটপাড়া

Latest sports News in Bangla

আলকারাজকে উড়িয়ে উইম্বলডন খেতাব সিনারের দখলে! ম্যাচ শেষে স্প্যানিশের প্রশংসা ম্যাচ হারতেই মারমুখী এনরিকে! পেদ্রোকে সপাটে চড়! জোয়াও বললেন, ‘আমি ছাড়াতে গেছি’ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক! PSG-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি সিনারের হাতে উইম্বলডনের শিরোপা উঠতেই ইতালিয়ানের প্রশংসায় মাস্টার ব্লাস্টার ‘একে অপরের জন্য শান্তি… ’, পারুপল্লির সঙ্গে ৭ বছরের দাম্পত্যে ইতি সাইনার বিদেশি তারকা নয়! এবার ইস্টবেঙ্গলের ১০ নম্বর জার্সি গায়ে খেলবেন ভারতীয় স্ট্রাইকার ইগার হাতেই উইম্বলডন শিরোপা! আনিসিমোভাকে হারিয়ে কত টাকা পাবেন? জেনে নিন খুটিনাটি বারবার ৯০ মিটার হাতছাড়া হচ্ছে! নিজের ভুল এবার নিজেই ধরে ফেললেন নীরজ চোপড়া আর কি উইম্বলডনে খেলবেন? সিনারের কাছে হেরে হতাশ জকোভিচ বলেই ফেললেন, ‘এটা হয়ত…’ এটি সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে… আসন্ন ISL মরশুম ও FSDL নিয়ে মুখ খুলল AIFF

IPL 2025 News in Bangla

টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
LOGO__betvisa_200x200

Betvisa

star star star star star 4.9/

6,000.000+downloads/Free/Bengali/Version2.3.4

6.88% Weekly Cashback on 2025 IPL Sports

  • 3% Unlimited Deposit Bonus
  • 1.2% Cash Rebate on Live Casino
  • ৳3000 Daily Reload Bonus on Slots & Fishing
bKash bank OK Wallet upay
PLAY NOW
Free Bonus
Download For
android