কলকাতা ফ্র্যাঞ্চাইজি বিক্রি না হওয়া এবং ভবিষ্যতে লিগের সম্প্রসারণের সম্ভাবনা দেখে, কেকেআর আশ্বাস দিয়েছে যে তারা এটির জন্য আবার চেষ্টা করবে। এবং মহিলা আইপিএল-কে ইডেনে ফিরিয়া আনবে। তারা নিজেদের বার্তায় লিখেছে, ‘ভেন্যু হিসেবে কলকাতা এখনও খোলা রয়েছে! আমরা ইডেনে WPL নিয়ে আসব, এটা শুধু সময়ের ব্যাপার।’
ভক্তদের আশ্বাস দিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি KKR
ক্রিকেট থেকে ফুটবল কিমবা কবাডি, ক্রীড়াক্ষেত্রে ফ্যান বেস শহরগুলোর মধ্যে অন্যতম শহর হল কলকাতা। সেই কারণেই আইএসএল-এ এই শহর থেকেই রয়েছে দুটি দল। কবাডিতে শহর না হলেও বাংলার নাম জড়িয়ে রয়েছে। আইপিএল-এও রয়েছে এই শহরের দল। ২০০৮ সালে ছেলেদের আইপিএলের সূচনার সময় যখন প্রবল হইচই হয়েছিল তখন মুম্বই বা দিল্লিকে ছেড়ে কলকাতাকে বেছে নিয়েছিলেন শাহরুখ খান। ছেলেদের আইপিএলের ১৫ বছর ধরে অংশ নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবার শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল।
বুধবার এমনটাই সূত্র মারফৎ জানা গিয়েছে। যে পাঁচটি শহর খেলবে তার নাম ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। মুম্বই, বেঙ্গালুরু-সহ মোট পাঁচটি শহরের নাম তালিকায় থাকলেও, নেই কলকাতার নাম। জানা গিয়েছে, বিশেষ আবেদন করেও দল পায়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের ছবি পাঠান-এর মুক্তির দিনই এই খবর পেলেন শাহরুখ খান ও তাঁর ভক্তেরা। উল্লেখ্য, প্রাথমিকভাবে মহিলা আইপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছিল পুরুষদের লিগের ছ'টি ফ্র্যাঞ্চাইজি জমা দিয়েছিল নথিও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।