ক্যাচ ধরার পরেই বিরক্ত ধোনি সোজা চলে যান আম্পায়ারের কাছে। সেখানে গিয়ে তিনি ‘স্পাইডার ক্যামেরার’ অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে ম্যাচ শেষে ডেভন কনওয়ে বিষয়টি জানিয়েছেন।
ডেভন কনওয়ে (ছবি-এপি)
শুভব্রত মুখার্জি: সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট সহ সমস্ত খেলাতেই এসেছে পরিবর্তন। একদিকে যেমন হয়েছে চরিত্রগত পরিবর্তন তেমন অন্যদিকে হয়েছে প্রযুক্তিগত পরিবর্তন। খেলার মাঠে ২২ গজে যেমন প্রভাব ফেলেছে, তেমন ২২ গজের বাইরেও তা প্রভাব ফেলেছে নিঃসন্দেহে। বিশেষ করে ম্যাচের ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রেও বিপ্লব এনেছে নয়া প্রযুক্তি। এসেছে ‘স্পাইডার ক্যামেরার’ মতন প্রযুক্তি। যে প্রযুক্তি দ্বারা ম্যাচ চলাকালীন ২২ গজের আরও কাছাকাছি থেকে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে এবার সেই প্রযুক্তিই বিরক্তির কারণ হয়ে উঠল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সিএসকে বনাম আরসিবির ম্যাচ চলাকালীন এমন ঘটনা ঘটে ছিল। তাতে ‘বিরক্ত’ ধোনি নাকি ‘স্পাইডার ক্যাম’ নিয়ে সরাসরি অভিযোগ করেন আম্পায়ারকে। এমনটাই জানিয়েছেন সিএসকেতে ধোনির সতীর্থ কনওয়ে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল ধোনির সিএসকে এবং ফ্যাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে প্রথমে ব্যাট করে ডেভন কনওয়ে এবং শিবম দুবের অনবদ্য অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২২৬ রান করেছিল সিএসকে। যে রান তাড়া করতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল এবং ফ্যাফ ডু'প্লেসির দুর্দান্ত অর্ধশতরান সত্ত্বেও ম্যাচ হারতে হয় আরসিবিকে। মাত্র আট রানের ব্যবধানে এই ম্যাচ জিতে যায় সিএসকে। সেই ম্যাচেই ঘটে এমন ঘটনা। ম্যাচে গ্লাভস হাতে ধোনির পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। ম্যাচে ফ্যাফ ডু'প্লেসির ক্যাচ তিনি ধরতে পারেননি। এরপরেই মাত্র ৩৩ বলে ৬২ রান করেন ফ্যাফ। সিএসকের হাত থেকে ম্যাচ প্রায় বের করে নিয়ে এসেছিলেন তিনি। পরবর্তীতে ম্যাক্সওয়েলের ক্যাচ নেওয়ার সময়ে ধোনির গ্লাভসের পজিশনের পরিবর্তন করতে হয় ‘স্পাইডার ক্যামেরার’ অবস্থানের কারণে।
ক্যাচ ধরার পরেই বিরক্ত ধোনি সোজা চলে যান আম্পায়ারের কাছে। সেখানে গিয়ে তিনি ‘স্পাইডার ক্যামের’ অবস্থান নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে ম্যাচ শেষে ডেভন কনওয়ে জানিয়েছেন, ‘ম্যাচে প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন কোণ থেকে খেলা দেখানো খুব ভালো কথা। তবে এটাও মাথায় রাখতে হবে একটা নির্দিষ্ট সীমার পরে এটা ব্যবহার করা যায়না, উচিত নয়। খেলার মাঝে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে না এই প্রযুক্তি। আর এটা নিয়েই সম্ভবত এম এস ধোনি আম্পায়ারকে জানাচ্ছিলেন। বলছিলেন খেলার খুব কাছে যেন স্পাইডার ক্যাম চলে না আসে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।