
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: ১৬তম আইপিএলের দ্বিতীয় ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কলকাতা নাইট রাইডার্স দলকে ৭ রানে হারিয়ে দিল পঞ্জাব কিংস। এবারের মরশুমে দুই দলই তাদের নতুন অধিনায়কের নেতৃত্বে অভিযান শুরু করেছিল। যেখানে নীতিশ রানার কলকাতাকে হারতে হল সেখানে শিখর ধাওয়ানের পঞ্জাব জয় দিয়ে অভিযান শুরু করল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহালিতে জয় দিয়ে এবারের অভিযান শুরু করল পঞ্জাব দল। ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অধিনায়ক শিখর ধাওয়ান। টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারার অনুভূতিই যে আলাদা তা জানিয়ে দিলেন তিনি।
ম্যাচ শেষে শিখর ধাওয়ান জানিয়েছেন, ‘টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারাটা অনবদ্য একটা অনুভুতি। এই মোমেন্টামটা আমরা পরের ম্যাচে নিয়ে যেতে চাই। এই আত্মবিশ্বাসটা আমরা পরবর্তী ম্যাচগুলোতেও নিয়ে যেতে চাই। আজ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বোলারদের আমি ব্যবহার করেছি। আমাদের জন্য সবথেকে ভালো খবর হল আমাদের দলে একাধিক বোলার রয়েছে। আমি জানতাম বাঁহাতি ক্রিকেটারদের ক্ষেত্রে সিকান্দার রাজা উপযোগী ভূমিকা নিতে চলেছে। আজও আমাদেরকে তিনটে দারুণ ওভার উপহার দিয়েছে। আমাদের হাতে স্যাম কারান, আর্শদীপ সিংয়ের মতন অভিজ্ঞ বোলাররাও রয়েছে।’
আরও পড়ুন… আমি দলের ১৩ নম্বর প্লেয়ার- মাঠে না থেকেও এ ভাবেই DC-কে সমর্থন করলেন ঋষভ পন্ত
শিখরের মতে, ‘আজ আমরা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছিলাম। আর সেটাই আমরা করতে পেরেছি। আজ আমি একটা দিক ধরে রেখে খেলতে চেয়েছিলাম। তবে এটা ও জানতাম আমি আউট হলে অন্য কেউ রয়েছে যে ইনিংসকে ধরে নিতে পারবে। আমাদের দলে অনেক নবীন তারকা রয়েছেন।যারা এখনও শিখছেন। আমরা প্রত্যেকেই আমাদের স্বপ্নকে সফল করার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে আমাদের খুশি থাকা উচিত। দলের নেতা হিসেবে আমি সব সময় চাই যাতে করে দল হাল্কা মেজাজে থাকে। তারা মানসিকভাবে সবসময় খুশি থাকে।’
আরও পড়ুন… ডাগআউটে ঝুলছে পন্তের জার্সি! না থেকেও DC ক্যাম্পে রয়েছেন ঋষভ
এ দিন ম্যাচে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে। তারা ৫ উইকেট হারিয়ে করে ১৯১ রান। ভানুকা রাজাপক্ষ ৫০ এবং শিখর ধাওয়ান ৪০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সমর্থ হয়। তারপরেই বৃষ্টি নামে। এই বৃষ্টির কারণেই আর ম্যাচ খেলা সম্ভব হয়নি।ফলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে জয় পায় পঞ্জাব কিংস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports