দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ও দিল্লি ক্যাপিটালসের তারকা অধিনায়ক ঋষভ পন্ত। ইনজুরির কারণে আইপিএল খেলতে না পারলেও এই টুর্নামেন্ট ও নিজের দলকে অবশ্যই মিস করছেন ঋষভ পন্ত। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে, ঋষভ পন্ত টুইট করে শিরোনাম জায়গা করে নিয়েছিলেন। প্রকৃতপক্ষে ম্যাচের আগে, দিল্লি ক্যাপিটালস একটি টুইট পোস্ট করে ছিল যাতে ভক্তদের লখনউ সুপারজায়েন্টসের বিরুদ্ধে ডিসির প্লেয়িং একাদশ বেছে নিতে বলা হয়েছিল।
এই বিষয়ে ঋষভ পন্ত টুইট করে বলেছিলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে আমি ১৩তম খেলোয়াড়, না হলে আমি এই দলের ১২তম খেলোয়াড় হতাম।’
আরও পড়ুন… ডাগআউটে ঝুলছে পন্তের জার্সি! না থেকেও DC ক্যাম্পে রয়েছেন ঋষভ
ছবিআইপিএলের ২০২১ মরশুমে পন্তকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছিল। টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিয়েছিল তাঁর দল। দলটি সেবারে ১৪টি ম্যাচে ১০টি ম্যাচ জিতেছিল এবং টেবিলের শীর্ষে অবস্থান করছিল। কিন্তু কোয়ালিফায়ার ওয়ান-এ প্রথমে চেন্নাই সুপার কিংস এবং পরে এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর কাছে হেরে যায়। বর্তমানে ঋষভ পন্তের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। আইপিএলের বাইরে থেকেও নিজের দলকে এভাবে সমর্থন করে যাবেন ঋষভ পন্ত। সে কারণেই নিজেকে ইমপ্যাক্ট প্লেয়ার না বলে দলের ১৩তম প্লেয়ার হিসাবে তুলে ধরেছেন তিনি। তবে দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং বলেছেন, সম্ভব হলে দলকে উৎসাহ দিতে তিনি ঋষভ পন্তকে স্টেডিয়ামে আনবেন। এমন অবস্থায় দেখা গেল এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া ছবি। দিল্লি ক্যাপিটালস নিজেদের ডাগআউটে ঋষভ পন্তের একটি জার্সি ঝুলিয়ে রাখল।

দিল্লি ক্যাপিটলসের ডাগআউটে ঋষভ পন্তের জার্সি (ছবি-টুইটার)
আরও পড়ুন… আর্লিং হল্যান্ডের অনুপস্থিতি সত্ত্বেও লিভারপুলকে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি
এ দিনের ম্যাচে দিল্লি ক্যাপিটালস তাদের ডাগআউটে পন্তের জার্সি ঝুলিয়ে রেখেছিলেন। এবং একটি চেয়ার ছেড়ে রাখা হয়েছিল। এমন করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দেখাতে চেয়েছিল যে পন্ত তাদের সঙ্গে শারীরিক ভাবে না থাকলেও মনের দিক থেকে তাদের সঙ্গেই রয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল বোঝাতে চেয়েছিল যে ঋষভ পন্ত দলের সঙ্গেই রয়েছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মরশুম শুরুর আগেও দলের প্রধান কোচ রিকি পন্টিং বেশ কয়েকবার পন্তের জন্য বিশেষ কিছু করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পন্তকে তিনি ডাগআউটে দেখতে চান। আর এভাবেই ডাগআউটে পন্তকে রাখল দিল্লি ক্যাপিটলস দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।