বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Final 2023 CSK vs GT: IPL ফাইনালের মধ্যেই পুলিশ অফিসারকে 'থাপ্পড়' মহিলার, পরপর ধাক্কা, ভাইরাল ভিডিয়ো
পরবর্তী খবর
IPL Final 2023 CSK vs GT: IPL ফাইনালের মধ্যেই পুলিশ অফিসারকে 'থাপ্পড়' মহিলার, পরপর ধাক্কা, ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 28 May 2023, 10:59 PM ISTAyan Das
আইপিএলের ফাইনালের মধ্যেই এক পুলিশ অফিসারকে ধাক্কা মারতে দেখা গিয়েছে এক মহিলাকে। একাধিকবার ধাক্কা মারতে গিয়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের দাবি, ধাক্কা মারার আগে কমপক্ষে চার থেকে পাঁচবার ওই পুলিশ অফিসারকে থাপ্পড়ও মেরেছেন ওই মহিলা।
পুলিশ আধিকারিককে ‘থাপ্পড়’ এবং ধাক্কা মহিলার। (ছবি সৌজন্যে, টুইটার ভিডিয়ো @TheNaziLad)
বৃষ্টির জন্য এখনও পর্যন্ত আইপিএল ফাইনালে একটিও বল গড়ায়নি। তারইমধ্যে গ্যালারির একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ওই ভাইরাল ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে এক পুলিশ অফিসারকে ধাক্কা মারছেন এক মহিলা। একাধিকবার ধাক্কা মারতে গিয়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের দাবি, ধাক্কা মারার আগে কমপক্ষে চার থেকে পাঁচবার ওই পুলিশ অফিসারকে থাপ্পড়ও মেরেছেন ওই মহিলা। পরবর্তীতে ওই মহিলাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নেটিজেনরা। যদিও বিষয়টি নিয়ে গুজরাট পুলিশ বা আমদাবাদ পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
রবিবার সন্ধ্যা সাতটা ৩০ মিনিট থেকে আইপিএলের ফাইনাল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জেরে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামতে পারেনি গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ (মোট ১০ ওভার) আয়োজনের জন্য এখনও হাতে সময় পড়ে আছে। আম্পায়ার রড টাকার জানিয়েছেন, পাঁচ ওভারের ম্যাচের জন্য রাত ১২ টা ৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। সেটাই হবে 'কাট-অফ টাইম'। আর বৃষ্টি থামার পর যেহেতু মাঠ খেলার উপযুক্ত করে তুলতে এক ঘণ্টা মতো লাগবে, তাই রাত ১১ টার পর বৃষ্টি হলে আজ ফাইনাল হওয়ার কার্যত কোনও সম্ভাবনা থাকবে না। রিজার্ভ ডে'তে (সোমবার, ২৯ মে) গড়াবে আইপিএল ফাইনাল।
সেইসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গ্যালারির একটি দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে কিছু বলছেন এক মহিলা। তারপর গলার কাছে হাত দিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। পড়ে যাওয়ার পর ওই আধিকারিক ফের উঠে দাঁড়ান এবং মহিলার সামনে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মহিলা তাঁকে ফের ধাক্কা দিয়ে ফেলে দেন।
ওই ঘটনার জেরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এক নেটিজেন বলেছেন, ‘পুলিশ আধিকারিক যদি পালটা থাপ্পড় মারতেন, তাহলে আশপাশের লোকজন থানোস হয়ে উঠতেন।’ অপর একজন বলেন, 'এটা একেবারে মানা যায় না। ওই মহিলার সমস্যাটা কোথায়? (ওই পুলিশ আধিকারিক) কেন কিছু করেননি?' তবে বিষয়টি নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।