দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা প্রত্যাবর্তনকে দীনেশ কার্তিক স্মরণীয় ফিরে আসা বলে দাবি করেছেন। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দুরন্ত ছন্দে ছিলেন কার্তিক। যে কারণে অভিজ্ঞ কিপার-ব্যাটারকে ভারতের টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। ৩৬ বছরের কার্তিক ৩ বছরের বিরতির পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের জার্সিতে শেষ বার খেলেছিলেন তিনি।
কার্তিক এ বার আইপিএলে ১৯১.৩৩ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেছেন। ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকায় দুরন্ত পারফরম্যান্স তাঁর। কার্তিক অবশ্য আরসিবি-কে ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে বাছাই করার জন্য এবং তাঁকে সুযোগ দেওয়ার জন্য। কার্তিককে মেগা নিলামে আরসিবি ৫.৫০কোটিতে কেনে। এর আগে কার্তিক কলকাতা নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।।
আরও পড়ুন: ‘আমি নির্বাচক হলে কার্তিককে T20 WC-এর দলে রাখতাম’, দাবি ভাজ্জির
কার্তিককে আরসিবি-র টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্টে বলতে শোনা গিয়েছে, ‘খুব খুশি, খুব, খুব সন্তোষজনক... অবশ্যই বলতে হবে যে এটি সম্ভবত আমার সবচেয়ে স্মরণীয় প্রত্যাবর্তন, কারণ অনেক লোক আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।