IPL 2020: মুম্বই বনাম পঞ্জাব ম্যাচের দ্বিতীয় সুপার ওভার টাই হলে কী হতো?
1 মিনিটে পড়ুন Updated: 19 Oct 2020, 11:37 PM ISTআইপিএলে সময়ের উপর নির্ভরশীল সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি।

সুপার ওভারে ম্যাচ টাই হওয়ার ঘটনা আইপিএলে প্রথম নয়। ২০১৪ সালে আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচ সুপার ওভারেও টাই হয়েছিল। বাউন্ডারি কাউন্টে রাজস্থান রয়্যালস সেবার জয়ী ঘোষিত হয়।
গতবছর আইসিসি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচও সুপার ওভারে টাই হয়। বেশি বাউন্ডারি মারার জন্য ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচ এভাবে নিষ্পত্তি হওয়ায় জোর বিতর্ক শুরু হয় বাউন্ডারি কাউন্ট নিয়ম নিয়েই। যা থেকে শিক্ষা নিয়ে বিসিসিআই এবার আইপিএলে সুপার ওভারের নিয়ম পরিবর্তন করে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
আইপিএলে নিয়ম মতো সুপার ওভারে ম্যাচের ফলাফল নির্ধারিত না হলে পুনরায় সুপার ওভার আয়োজিত হবে। সেই মতোই মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ প্রথম সুপার ওভারেও টাই হওয়ায় দ্বিতীয় বার সুপার ওভারের মাধ্যমেই নিষ্পত্তি হয়। তবে যদি দ্বিতীয় সুপার ওভারও টাই হতো, তবে কী হতো, ক্রিকেটপ্রেমীদের তা জানার আগ্রহ থাকাই স্বাভাবিক।
নিয়ম মতো তৃতীয়বার সুপার ওভার অনুষ্ঠিত হওয়া সম্ভব ছিল না। কারণ, আইপিএলের প্লেয়িং কন্ডিশনে নির্ধারিত রয়েছে যে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ বা ভারতীয় সময় রাত ১২টার পরে আর সুপার ওভারের খেলা শুরু করা যাবে না। এই নিয়মে সম্মতি রয়েছে আইপিএলের সব ক্যাপ্টেনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports