India Cricket Squad For Asian Games 2023: বাংলার দুই ক্রিকেটার সুযোগ পেলেন মূল স্কোয়াডে।
এশিয়ান গেমসের দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং। ছবি- পিটিআই।
প্রতীক্ষার অবসান রিঙ্কু সিংয়ের। ঘরোয়া ক্রিকেট তথা আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন নাইট তারকা। এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেলেন রিঙ্কু।
রিঙ্কু ছাড়াও প্রথমবারের জন্য ভারতীয় স্কোয়াডে ডাক পান প্রভসিমরন সিং। ১৫ জনের মূল স্কোয়াডে উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন তিনি। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন জিতেশ শর্মা। সুতরাং, পঞ্জাব কিংসের দুই উইকেটকিপার-ব্যাটারই এশিয়ান গেমসের স্কোয়াডে মাথা গলিয়ে দিয়েছেন।
নেতৃত্বের দায়ভার উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। এমনিতেই বিশ্বকাপের ঠিক আগে এশিয়ান গেমস আয়োজিত হবে বলে দ্বিতীয় সারির দল গড়ে নিতে হয়েছে বিসিসিআইকে। তবে আপাতত জাতীয় দলের কক্ষপথ থেকে বাইরে থাকা কোনও সিনিয়র ভারতীয় তারকা সুযোগ পাননি এশিয়ান গেমসের স্কোয়াডে।
শিখর ধাওয়ানকে বিসিসিআই এশিয়ান গেমসের ক্যাপ্টেন করতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে স্কোয়াডে জায়গাই হয়নি গব্বরের। মূলত আইপিএলের তারকাদের নিয়ে জাতীয় নির্বাচকরা গড়ে নিয়েছেন এশিয়ান গেমসের দল। বাংলার দুই তারকা শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার জায়গা পেয়েছেন দলে। রয়েছেন যশস্বী জসওয়ালও। সুতরাং, এটা বলে দেওয়া যায় যে, এবারের মতো বিশ্বকাপের দলে সুযোগ হচ্ছে না যশস্বীর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।