
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মেন ইন ব্লুর জার্সি গায়ে তোলাটা যে কোনও ঘরোয়া ক্রিকেটারের জন্য একটা বড় স্বপ্ন। সেই স্বপ্নই কি এবার পূরণ হতে চলেছে শাহরুখ খানের! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন শাহরুখ। প্রাথমিকভাবে ব্যাক-আপ প্লেয়ার হিসেবেই দলে রয়েছেন তিনি, তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। সোমবার, ভারতের খেলোয়াড় হিসেবে ভারতীয় দলের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার প্রথম সুযোগ পেয়েছিলেন শাহরুখ। তিনি সেই ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে অনুশীলন করলেন যাদের খেলা টিভি দেখে তিনি বড় হয়েছেন।
ভারতীয় দলে সুযোগ পেয়ে শাহরুখ খান সম্প্রতি বলেছেন, ‘ভারতের হয়ে খেলা এটা নিজে থেকেই একটি বিশাল দায়িত্বের বিষয়। এটি নিয়ে আসে প্রচুর চাপ। এই দলে কিছু বিশাল নাম রয়েছে, যাদের খেলা টিভিতে দেখে আমি বড় হয়েছি। তাদের সাথে অনুশীলন করাটা দুর্দান্ত বিষয়।’ দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে দেখা গেল শাহরুখ খানকে। দলের সাপোর্টিং স্টাফরা দীর্ঘক্ষণ এই তরুণ ক্রিকেটারকে সময় দিলেন। দলের ব্যাটিং কোচ দীর্ঘ সময় ধরে শাহরুখের সঙ্গে কথা বললেন এবং তার সঙ্গে ব্যাটিং কৌশল নিয়ে কাজ করলেন।
বুধবার আমদাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআইয়ের আগে ২৬ বছর বয়সীকে নেটে কঠোর পরিশ্রম করতে দেখা গেল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট লোয়ার-ডাউন অর্ডারে একজন ফিনিশার খুঁজছে। শাহরুখ কি সেই জায়গা পূরণ করতে পারবেন? আসন্ন ম্যাচে তিনি একাদশে খেলার সুযোগ পান কিনা তা দেখার বিষয়। শাহরুখ খান নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে জানান, ‘যদি আমি সুযোগ পাই তাহলে খোলা মনে খেলব এবং আমার ক্রিকেট উপভোগ করব। ঠিক যেভাবে আমি তামিলনাড়ুর জন্য খেলি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports