ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রুবেন আমোরিমের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এমনিতে তো ইংলিশ প্রিমিয়র লিগ টেবিলে অন্যান্যবার যেখানে ম্যাঞ্চেস্টার থাকে, সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না রেড ডেভিলসদের। বরং ক্লাসের ব্যাক বেঞ্চার্সদের সঙ্গেই বসে রয়েছে ইংল্যান্ডের এই ঐতিহ্যশালী ক্লাব। একটা সুযোগ ছিল ইউরোপা লিগ জিতে হারানো গৌরব ফিরিয়ে আনার। কিন্তু সেটাও করতে পারলেন না ব্রুনো ফার্নান্দেজ, কাসেমেইরো, লুক শ-রা।
টটেনহ্যাম হটস্পার্সের বিরুদ্ধে স্পেনের মাটিতে ইউরোপা লিগ ফাইনালে ০-১ গোলে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে সঙ্গেই ১৭ বছরের ট্রফির খরা কেটেছে টটেনহ্যামের। তবে ম্যান ইউর ইউরোপিয়ান ট্রফি জয়ের খরা আর কাটল না। আর ইউরোপা লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টারের হারের পরই কোচ রুবেন আমোরিমের স্ট্র্যাটেজির সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।
দলের অন্যতম সেরা স্ট্রাইকার আলেয়ান্দ্রো গার্নাচোকে মাঠে নামান আমোরিম ম্যাচের ৭১ মিনিটে। যখন টটেনহ্যাম পুরোপুরি ডিফেন্সিভ খোলসে ঢুকে পড়েছে। অথচ প্রথমার্ধে ম্যাসন মাউন্ট তেমন কিছুই করতে পারেননি, ফলে আরও আগেই আর্জেন্তাইন গার্নাচোকে নামাতে পারতেন আমোরিম। এমন হারের পর দায় তো নিতেই হবে কোচকে।
ক্লাব ছাড়তে রাজি আমোরিম
তাই বিরক্ত আমোরিম ম্যাচ শেষে বললেন, ‘যদি ক্লাবের বোর্ড আর সমর্থকরা বলে যে এই পদের জন্য আমি সঠিক ব্যক্তি নই, তাহলে আমি কালই আমার পদ ছাড়তে রাজি আছি। কিন্তু আমি নিজে থেকে হাল ছাড়ব না। আমি নিজের কাজের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি যেভাবে বিশ্বাস করি, সেই বিষয়ে কোনও পরিবর্তনই আমি আনব না ’।
আমোরিম আরও বলেন, ‘আজকে এমন মূহূর্তে দাঁড়িয়ে আমি নিজেকে ডিফেন্ড করতে আসিনি, সেটা আমার স্বভাব বিরোধী। আমি সমর্থকদের কাছে কিছুই আলাদা করে দেখাতে চাই না, শুধুই একটু আস্থা অর্জন করতে চাই ’। তিনি যখন গত বছর নভেম্বরে দলে যোগ দিয়েছিলেন তখন ম্যান ইউ ছিল ১৩তম স্থানে। কিন্তু এরপর থেকে তাঁদের পারফরমেন্সে আরও অবনতি হয়েছে। শেষ পর্যন্ত ১৬তম স্থানে এসে তাঁরা দাঁড়িয়েছেন, যা তাঁদের ক্লাবের সাম্প্রতিক ইতিহাসে সব থেকে খারাপ ফল।
লুক শ পাশে দাঁড়াচ্ছেন কোচের
ম্যাচ শেষে ইউনাইটেডের ফুটবলার লুক শ অবশ্য পাশে দাঁড়াচ্ছেন কোচের। তিনি বলছেন, ‘আমার মনে হয় আমোরিম এই পদের জন্য সঠিক ব্যক্তি, হয়ত ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমি এই ক্লাবে অনেকদিন ধরে রয়েছে, অনেক ম্যানেজারকেই দেখেছি। তবে রুবেন আমার মতে এই পদের জন্য যোগ্য ব্যক্তি, এই কথাটা আমি আমার দলের ফুটবলারদের তরফ থেকেও বলতে পারি। ও আমাদের ক্লাবকে সঠিক জায়গায় নিয়ে যাবে। একটু পথটা কঠিন। খেলোয়াড় কোচ, সবারই মন খারাপ। গোটা মরশুমেই আমরা ভালো খেলতে পারিনি ’।