বড়দের পরে ভারতসেরা হলেন মোহনবাগান সুপার জায়ান্টের ছোটরাও। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে (ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ) ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। ফাইনালে দুর্দান্ত খেলে হ্যাটট্রিক করেন শিলিগুড়ির ছেলে পাসাং দোরজি তামাং। আর তাঁর সেই হ্যাটট্রিকের সুবাদে বাংলার প্রথম দল হিসেবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। আর সেই জয়ের ফলে মেরেকেটে দেড় মাসের মধ্যে সবুজ-মেরুন তাঁবুতে তিনটি জাতীয় পর্যায়ের ট্রফি ঢুকল। গত ২৩ ফেব্রুয়ারি আইএসএলের লিগ শিল্ড জয় নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান। ১২ এপ্রিল জিতেছে আইএসএল কাপ। আর এবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ) জিতল।
দুরন্ত বাঁক খাওয়ানো শটে প্রথম গোল দোরজির
আর পয়লা বৈশাখের আগেরদিন সেই হ্যাটট্রিকের জন্য যেন বাড়তি উদ্যম নিয়ে নামে মোহনবাগান। অষ্টম মিনিটেই দুর্দান্ত গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন দোরজি। যে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির শক্তিশালী রক্ষণ নিয়ে এত আলোচনা চলছিল, সেই দলের ডিফেন্স ভেঙে দ্রুতগতিতে আক্রমণে উঠে আসে মোহনবাগান। আর তারপর বক্সের কিছুটা ভিতর থেকে ডানদিকে সরে গিয়ে ডানপায়ে দোরজির ডানপায়ের বাঁক খাওয়ানো শটটা দ্বিতীয় পোস্টের দিকে জালে জড়িয়ে যায়।
আরও পড়ুন: মোহনবাগানের সঙ্গে আরও এক মরশুমের চুক্তি হয়ে গিয়েছে মোলিনার- রিপোর্ট
শিকারীর মতো দ্বিতীয় ও তৃতীয় গোল দোরজির
আর ১২-১৩ মিনিট পরে সেই গোল শোধ করে দেওয়ার দুর্দান্ত সুযোগ পেয়ে যায় ক্লাসিক অ্যাকাডেমি। তবে বরাতজোরে বেঁচে যায় মোহনবাগান। পালটা ২৩ মিনিটে ছোঁ মেরে দ্বিতীয় গোল করে যান দোরজি। বক্সের মধ্যে শিকারীর মতো দাঁড়িয়েছিলেন। ডানদিক থেকে দারুণ বলটা পেতেই প্রথম টাচেই নিখুঁত ফিনিশ করে যান শিলিগুড়ির ছেলে।
সেই ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মোহনবাগান। আর দ্বিতীয়ার্ধে সেই লিডটা আরও বাড়িয়ে নিতে মোহনবাগানের সাত মিনিটের বেশি লাগেনি। সঠিক সময় সঠিক জায়গায় থেকে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির জালে তৃতীয়বারের জন্য বল জড়িয়ে দেন দোরজি। সম্পূর্ণ করে ফেলেন নিজের হ্যাটট্রিক। যা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনাল (ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ) জয়ের জন্য যথেষ্ট ছিল। স্রেফ অপেক্ষা ছিল যে কখন মুম্বইয়ে শেষ বাঁশি বাজবে।
মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেন ব্যারেটো
সেই মাহেন্দ্রক্ষণ আসার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগানের ফুটবলাররা। আর সেই চ্যাম্পিয়নশিপের ট্রফি মোহনবাগানের অধিনায়ক আমনদীপ এবং ডেগি কার্ডাজোর হাতে তুলে দেন সবুজ-মেরুন তোতা জোসে ব্যারেটো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।