নতুন ক্লাবে সই করলেও এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখা হয়নি লিওনেল মেসির। তার আগেই বড়সড় গাড়ি দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় মেসির বরাত জোরে বেঁচে যাওয়ার ঘটনা সামনে আসে।
মেজর লিগ সকারে মাঠে নামার লক্ষ্যে ইন্টার মায়ামিতে সই করেছেন মেসি। নতুন ক্লাবে যোগ দেওয়ার পরে ফ্লোরিডায় পৌঁছে গিয়েছেন তিনি। রবিবারই ক্লাবের তরফে সমর্থকদের সামনে মেসিকে বরণ করে নেওয়ার কথা। তবে তার আগে শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় একটি গাড়িকে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচতে দেখা যায়, যাতে লিওনেল মেসি ছিলেন বলে দাবি করা হচ্ছে।
যদিও গাড়িটি মেসি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ, তা জানা যায়নি। পুলিশি প্রহরায় থাকা অবস্থাতেই গাড়িটি সিগন্যাল অমান্য করে বলে স্পষ্ট দেখা যায় ভিডিয়োয়। যানবহুল একটি ক্রসিংয়ে লালবাতি অমান্য করে মেসির গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়। ক্রসিংয়ে গ্রিন সিগন্যালে থাকা গাড়িগুলি বিষয়টি অনুধাবন করেই জরুরিভিত্তিতে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তা নাহলে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হতো লিওনেল মেসির গাড়িটিকে।
আরও পড়ুন:- IND vs WI: ফের উৎপাত চালালেন সেই অশ্বিন, ঘরের মাঠে সব থেকে বড় ব্যবধানে টেস্ট হার ওয়েস্ট ইন্ডিজের
এক্ষেত্রে পুলিশের গাড়িটিকে মেসির গাড়ির পিছনে পিছনে চলতে দেখা যায়। রেড সিগন্যাল থাকা সত্ত্বেও পুলিশের গাড়িটি মেসির গাড়িকে অনুসরণ করেই সামনের দিকে এগিয়ে যায়।
গোটা ঘটনাটি ভুলবশত ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এক্ষেত্রে রাস্তার ধারে থাকা এক অনুরাগী হাত দেখিয়ে মেসির ছবি তোলার চেষ্টা করেন বলে দেখা যাচ্ছে একটি ভিডিয়োয়। অনুরাগীর দৃষ্টি আকর্ষণের ফলেই মেসির গাড়িটি রেড সিগন্যাল দেখতে পায়নি বলে যুক্তি পেশ করা হচ্ছে।
আরও পড়ুন:- IND vs WI: ডমিনিকায় এরাপল্লি প্রসন্নর ৪৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন অশ্বিন, বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে