ইন্টার মিলানকে ফিফা ক্লাব বিশ্বকাপে হতবাক করে দিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। আসলে ইউরোপিয়ান ফুটবলকেই বর্তমান ফুটবলবিশ্বের নজরকাড়া ফুটবল এবং লিগগুলোর মধ্যে ফেলা হয়। তাই লা লিগা, সেরি আ, বুন্দেসলিগা, ইপিএলের দলগুলো ক্লাব বিশ্বকাপে দাপট দেখাবে বলেই আশা করা হয়েছিল এবারের প্রতিযোগিতা শুরুর আগে। কিন্তু বাস্তবটা যেন একটু কঠিন হয়েই দেখা দিচ্ছে সকলের কাছে।
ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে দিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আর তারপরই নিজের দলের সতীর্থদের নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন মিলানের আর্জেন্তাইন স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ, তিনি অবশ্য দলের অধিনায়কও ইতালির দলটির।
লাউটারো মার্টিনেজকে ম্যাচ শেষের পর দলের খেলায় ক্ষুব্ধ হয়ে বলতে শোনা যায়, ‘যারা এখানে থাকতে চায়, তাঁরা থাকুক। আর যারা থাকতে চায় না, তাঁরা চাইলে চলে যেতে পারে। আমি অনেক কিছুই দেখছি যেগুলো আমার একদমই ঠিক বলে মনে হচ্ছে না। আমি বেশি কিছু চাই না, শুধুই জিততে চাই সবসময় ’।
আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী তারকার এই বক্তব্য এল ইন্টারের জার্সিতে এবারের মরশুম শেষ করার সঙ্গে সঙ্গে। প্রায় ১১ মাস ধরে টানাই ম্যাচ খেলে এসেছেন লাউটারো। ইতালির সেরি আ জেতার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও রানার্স আপ হয় মিলান। সেখানে ৫ গোলে পিএসজির কাছে পর্যুদস্ত হওয়ার পর কোচ হিসেবে ক্রিশ্চিয়ান চিভুকে দায়িত্ব দেওয়া হয়।
নতুন কোচও মার্টিনেজের মন্তব্যের সুরেই সুর মিলিয়েছেন। দ্বিতীয় ব্রাজিলিয়ান দল হিসেবে এবারের ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলের দলটির প্রতিপক্ষ সৌদি আরবের দল আল হিলাল। এদিকে পালমেইরাস দলও এবারে ব্রাজিল থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।