গতবার আইএসএলের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন স্প্যানিশ ফুটবলার সিভেরিও টোরো। তবে তাঁর খেলায় খুশি না হয়ে এই স্ট্রাইকারকে ছেড়ে দেয় লালহলুদ শিবির। এরপরই তিনি যোগ দিয়েছিলেন জামশেদপুর এফসিতে। ইস্টবেঙ্গলের তাঁকে ছেড়ে দিয়ে কতটা লাভ হয়েছে সেটা বলা না গেলেও জামশেদপুরের যে লাভের পরিমাণ যথেষ্ট বেশি, সেকথা বোঝাই যাচ্ছে সুপার কাপ এবং আইএসএলের পারফরমেন্সে।
ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল পর্যন্ত এবছর উঠেছিল জামশেদপুর এফসি, আর সুপার কাপেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তাঁরা। ফলে দুই ভারতসেরার প্রতিযোগিতাতেই সিভেরিও টোরো কিন্তু দলের আক্রমণভাগকে বড় শক্তি জুগিয়েছেন। অধিকাংশ ম্যাচে পরে নেমেও তিনি গোল করে দলের বৈতরণী পার করেছেন।
ইস্টবেঙ্গলের এই প্রাক্তন স্ট্রাইকার গতবার সুপার কাপ জয়ের পর এবছরও সুপার কাপ জিততে মরিয়া হয়েই রয়েছেন। প্রি কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তিনি গোল করে এগিয়ে দিয়েছিলেন জামশেদপুরকে, সেই গোলের পর স্টিফেন এজে আরেকটি গোল করে দলকে সুপার কাপের শেষ আটে তুলেছেন।
জামশেদপুরের এই ফুটবলার এবারের আইএসএলে ৭ গোল। মজাদার বিষয় হল, তাঁর থেকে বেশি গোল এই মরসুমে কোনও ইস্টবেঙ্গলের ফুটবলার করতে পারেনি। অর্থাৎ দিমিত্রি দিয়ামানতাকোস, যিনি গতবারের আইএসএলের টপ গোল স্কোরার ছিলেন, তিনিও ইস্টবেঙ্গলে এসে নিষ্প্রভ থেকেছেন, সিভেরিও কিন্তু নিজের কাজ ভালোই সামলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।