বৃহস্পতিবার থেকে ভিডিওকন অ্যাকাডেমির মাঠে শুরু হয়ে গেল সিএবির প্রথম ডিভিশিন লিগের সেমিফাইনাল। সেখানে ফুটবলের ডার্বির মতোই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে ক্রিকেটের এই ডার্বিতে। টস জিতে এদিন ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর দিনের শেষেও তাঁরা রয়েছে বেশ ভালো জায়গায়।
সেমিতে বড় রান ইস্টবেঙ্গলের
এমনিতে ইস্টবেঙ্গল, মোহনবাগানসহ সিএবির প্রথম ডিভিশনের ম্যাচ ইডেন গার্ডেন্সেই হয়ে থাকে। কিন্তু আইপিএল চলায় তাঁদেরকে মুখোমুখি হতে হয়েছে ভিডিওকন অ্যাকাডেমির গ্রাউন্ডে। সেখানে প্রথম দিনের শেষে ৬ উইকেটে ইস্টবেঙ্গলের স্কোর ৩১০। এদিন কাঠ ফাটা গরমেও ৯৪ ওভার বোলিং করল মোহনবাগান।
মোহনবাগানের বিরুদ্ধে সেঞ্চুরি সাত্যকির
ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত শতরান করেন সাত্যকি দত্ত। ১৩৭ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ওপেনার অরিন্দম ঘোষও বড় রানের ইনিংস খেলেন। শতরান না পেলেও সাত্যকির সঙ্গে তিনি জুটি বেঁধে ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় নিয়ে যান। ৭৮ রান করে তিনি সৌরভ হালদারের বোলিংয়ে আউট হন। দুই ক্রিকেটারের মধ্যে ১৬২ রানের পার্টনারশিপ তৈরি হয়, তাতেই মোহনবাগান কিছুটা ব্যাকফুটে চলে যায়।
IPL-র ম্যাচের আগে হঠাৎই RCBর প্রাক্তনীদের খুঁজছেন RR হেডস্যার দ্রাবিড়! কারণ জানলে হাসবেন!
আপাতত উইকেটে রয়েছেন সন্দিপন দাস। তিনি ৮৬ বলে করেছেন ৪৫ রান। সঙ্গে ৮ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়ান চক্রবর্তী। ইস্টবেঙ্গলের বাকি চার উইকেট যদি শুক্রবার সকালে দ্রুত নিয়ে ফেলতে না পারে মোহনবাগান, তাহলে খেলা তাঁদের হাতে বাইরেও যেতে পারে। মোহনবাগানকে এই ম্যাচে ফিরতে গেলে সুদীপ ঘরামিকেও বড় রান করতে হবে, তা বলাই বাহুল্য।
দুরন্ত শতরান ঈশ্বরণের
এদিকে সিএবির প্রথম ডিভিশনেরই অপর সেমিফাইনালে ভবানীপুর ক্লাব মুখোমুখি হয়েছে কালিঘাট ক্লাবের। সেই ম্যাচে ৪ উইকেটে ভবানীপুর তুলেছে ৩৪৮ রান। বাংলার তারকা ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ ভবানীপুরের হয়ে ১৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন, এরপর শাকির গান্ধীও ১৯৯ রানের ইনিংস খেলেন। বর্তমানে উইকেটে অপরাজিত রয়েছেন অরিন্দম ঘোষ এবং বিবেক সিং।