
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি আইএসএলের সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে ইস্টবেঙ্গল এখন মোহনবাগানের সমর্থনে এগিয়ে আসবে। আসলে লাল হলুদ দলের সুপার সিক্সের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ওপর। চলতি আইএসএলে সম্ভবত এই প্রথমবার মহমেডানের জয় চেয়েছিল ইস্টবেঙ্গল। কারণ, ইস্টবেঙ্গলের সুপার সিক্সে প্রবেশের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে ওড়িশার বিরুদ্ধে মহমেডানের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তবে একাধিক সুযোগ হাতছাড়া করে, ওড়িশার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল সাদা-কালো ব্রিগেডকে। মহমেডানের এই ড্রয়ের ফলে সুপার সিক্সে ওঠার জন্য ইস্টবেঙ্গলের ওপর চাপটা আরও বাড়ল। পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা মহমেডানের জন্য এই ম্যাচটি ছিল শুধুই মর্যাদার লড়াই। তারা প্রতিপক্ষ ওড়িশার তুলনায় এগিয়ে থেকেই খেলতে নেমেছিল। ওড়িশা দলে অনুপস্থিত ছিলেন হুগো বুমোস, মোর্তাদা ফল, দিয়েগো মরিসিও ও আহমেদ জাহুর মতো ফুটবলার। প্রথম সারির খেলোয়াড়দের ছাড়াই মাঠে নেমেছিল ওড়িশা, তবুও সেই দলকে হারাতে ব্যর্থ হল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।
আরও পড়ুন … ফের কলকাতায় আসবেন লিওনেল মেসি! শতদ্রু দত্তের পোস্টের পরেই শুরু জল্পনা
এই ড্রয়ের ফলে ওড়িশা ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এল, ইস্টবেঙ্গলের সংগ্রহ ২৭ পয়েন্ট। উভয় দল সর্বোচ্চ ৩৩ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে, ফলে সুপার সিক্সের লড়াইয়ে গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে মহমেডান জিততে না পারায় ইস্টবেঙ্গল এবার আইএসএলে মোহনবাগানের পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে।
আরও পড়ুন … ভারতের স্পিন আধিপত্য কমাতেই ICC এই নিয়ম করেছিল… ODI-কে বাঁচাতে অশ্বিনের বিশেষ পরামর্শ
আসলে মোহনবাগানের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ হল মুম্বই সিটি এফসি। সুপার সিক্সে ওঠার দৌড়ে ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, মোহনবাগান যদি মুম্বইকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে ইস্টবেঙ্গল বড় সুবিধা পাবে। যদিও মোহনবাগান ইতিমধ্যেই লিগ-শিল্ড নিশ্চিত করে ফেলেছে, তাই তাদের জন্য এই ম্যাচের আলাদা কোনও গুরুত্ব নেই।
মোহনবাগানের ম্যাচ ছাড়াও কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর ম্যাচ সুপার সিক্সের সমীকরণও ইস্টবেঙ্গলের জন্য বড় ভূমিকা পালন করবে। যদি কেরালা সেই ম্যাচে পরাজিত হয় বা ড্র করে, তাহলে তারা সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাবে। ইস্টবেঙ্গলের জন্য একটু লড়াই কমবে।
আরও পড়ুন … ওরা টাকা নিয়ে নিজের দেশকে গালি দেয়… পাক কিংবদন্তিদের বিরুদ্ধে ভারতের প্রাক্তনীর বড় অভিযোগ
মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচটি শুরু হবে শনিবার বিকেল ৫টা থেকে। আর কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুরের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস চ্যানেলে এবং জিয়ো সিনেমা অ্যাপে। এই দুটো ম্য়াচের দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের বিশেষ নজর থাকবে। ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে উঠতে হলে নর্থইস্ট ইউনাইটেড এফসি, মুম্বই সিটি ও ওড়িশার পয়েন্ট পাওয়া চলবে না। সে কারণেই শনিবারের মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচটি ইস্টবেঙ্গল ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports