ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তারা দেশের যুব ক্রিকেট উন্নয়নে কোনও সাহায্য করেন না, বরং শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নিজেদের দেশকে ‘গালি’ দেন।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের শেষ গ্রুপ ‘এ’ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়, এর ফলে পাকিস্তান দল জয়হীন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ করেছে। শুধুমাত্র এক পয়েন্ট নিয়ে পাকিস্তান তাদের প্রথম ঘরোয়া আইসিসি টুর্নামেন্টে ২৯ বছর পর গ্রুপের একেবারে তলানিতে অবস্থান করল।এই বিষয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিলেন যোগরাজ সিং-
এমন আবহে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তিনি বলেন, ‘পাকিস্তানের সমস্যা হল, তাদের সব অবসরপ্রাপ্ত খেলোয়াড়—যেমন ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস বা ইনজামাম-উল-হক। আমি তাদের সম্মান করি, তবে যেটা ভুল, সেটাকে ভুল বলতেই হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য হল, ভারতের প্রাক্তন খেলোয়াড়রা—রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং—সকলেই ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় গড়ে তোলার জন্য সাহায্য করেছে।’
আরও পড়ুন … CT 2025: এখনও আমাদের আশা আছে, ইংল্যান্ড বড় ব্যবধানে জিতবে: অলৌকিকের অপেক্ষায় আফগানিস্তান
ওরা নিজেদের দেশকে এতটা ভালোবাসে না… যোগরাজ সিং
যোগরাজ সিং আরও বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, এজন্যই আমি আমার ক্যান্সার আক্রান্ত ছেলেকে পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা সেই একই আবেগ পোষণ করে না। তারা নিজেদের ভারতের সঙ্গে তুলনা করে, কিন্তু ওরা নিজেদের দেশকে এতটা ভালোবাসে না যে বলতে পারে, ‘আমরা যথেষ্ট অর্থ উপার্জন করেছি, এবার তরুণদের প্রশিক্ষণ দেব।’
আরও পড়ুন … ৩০ মিনিটের বৃষ্টিতেই ভেসে গেল AFG vs AUS ম্যাচ! Champions Trophy-র ইতিহাসে প্রথমবার এমনটা হল
শুধুমাত্র টাকার জন্য বসে বসে নিজেদের দেশকে গালি দেয়- যোগরাজ সিং
যোগরাজ সিং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রসঙ্গ টেনে বলেন, ‘ইমরান খান এইসব খেলোয়াড়দের জন্য একটা মজবুত মঞ্চ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তারা এতটুকু সৌজন্যবোধও দেখায়নি যে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করবে। তারা এমন মানুষ, যারা শুধুমাত্র টাকার জন্য বসে বসে নিজেদের দেশকে গালি দেয়।’
আরও পড়ুন … কমপক্ষে ২০৭ রানে হারতে হবে দক্ষিণ আফ্রিকাদের! আফগানদের সেমিতে ওঠার অঙ্ক ভয়ংকর
আমি পাকিস্তান দলকে কোচিং করাতে চাই- যোগরাজ সিং
ক্রিকেট কেরিয়ারের পর কোচিংয়ে যুক্ত হওয়া যোগরাজ পাকিস্তান জাতীয় দলের জন্য তার সেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে শুধুমাত্র ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অনুমোদন পেলে তিনি এ দায়িত্ব নেবেন। যোগরাজ সিং বলেছেন, ‘৭৫ বছর আগে আমরা একসঙ্গে ছিলাম, এখন আলাদা হয়ে গেছি, কিন্তু ভালোবাসা কখনও মুছে যায় না। যেকোনও দল, যারা পতনের মুখে, আমি খুশি মনে তাদের সহায়তা করব। যদি পাকিস্তান আমাকে অফার করে এবং ভারত সরকার ও BCCI অনুমোদন দেয়, তাহলে আমি কাজ করব।’
আমি নিউজিল্যান্ড ও ভারতকে ফাইনালে দেখছি- যোগরাজ সিং
পাকিস্তান যখন একটি ম্যাচও জয় না পেয়ে লজ্জাজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে পৌঁছে গেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে।ভারতের শক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে যোগরাজ সিং বলেন, ‘ভারত এখন অপরাজেয় দল। যদি বুমরাহ থাকত, তাহলে এটা একপেশে টুর্নামেন্ট হয়ে যেত। আমি ভবিষ্যদ্বাণী করছি যে নিউজিল্যান্ড ও ভারত ফাইনালে মুখোমুখি হবে।’ ভারত তাদের শেষ গ্রুপ এ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।