একজন সফল কোচ হতে কি প্রয়োজন? কেউ বলবেন ভালো ম্যাচ রিডিং, কেউ বলবেন ভালো স্ট্র্যাটেজি। কারও মনে হতে পারে ভালো দল যদি হয়, তাহলেই কোচ জিততে পারে সেই দল নিয়ে। আবারও কারও মনে হবে একটু চ্যাম্পিয়ন্স লাকেরও প্রয়োজন রয়েছে। কোনও কোনও কোচ আবার ভোকাল টনিকে ফুটবলারদের উজ্জীবিত করায় জোর দেন।
তবে ইস্টবেঙ্গল সমর্থকরা বলতেই পারেন, একজন সফল কোচ হতে গেলে আগে ক্লাবের ইতিহাস জানতে হয়, ক্লাবকে পেশাদারিত্বের গণ্ডি পেরিয়েই আবেগ দিয়ে ভালোবাসতে হয়। পাশাপাশি সমর্থকদের সঙ্গেও কোচকে মিশে যেতে হয়, তাঁদের কষ্ট বোঝার জন্য। তাঁদের হয়ে দলের প্রতিনিধিত্ব করার জন্য। অর্থাৎ সহজ কথায় বললেন, আগে একজন দলের সমর্থক হয়ে উঠতে হয়, তাহলেই প্রত্যেকটা ম্যাচে হার বা জয়ের একটা আলাদা অনুভূতি কোচরা পায়।
রবিবার থেকে কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ। গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল প্রথম দিনই মাঠে নামছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। ওই একই দিনে মোহনবাগানের সঙ্গে চার্চিল ব্রাদার্সের খেলার কথা থাকলেও চার্চিল দল তুলে নেওয়ায় মোহনবাগান বাই বা ওয়াক ওভার পেয়ে গেছে। এই ম্যাচ জিতলে পরের ম্যাচই রয়েছে ডার্বি। অস্কার ব্রুজোর লালহলুদের চিন্তাভাবনায় এখন থেকেই ঢুকে পড়েছে ডার্বি ম্যাচেরই চিন্তা।
সুপার কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে নিজেদের অভিযান শুরুর আগেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। মোহনবাগান যেখানে লাগাতার ট্রফি জিতেই চলেছে, সেখানেই ইস্টবেঙ্গল সমর্থকদের হাতাশা দুঃখিত ব্রুজো নিজেও। তিনি ম্যাচের আগে বললেন, ‘আমরা সমর্থকদের কষ্ট বুঝতে পারছি যেখানে চিরপ্রতিদ্বন্দী দল মরশুমের সব ট্রফি জিতছে। আমরা অবশ্যই তাঁদের শুভেচ্ছা জানাব এই পারফরমেন্সের জন্য, কিন্তু আমরা সহজে এটা মেনে নিতেও পারছি না ’।
ব্রুজো বলছেন, ‘এই পরিস্থিতিটা কিছুতেই মেনে নেওয়া যায় না, যেখানে আমাদের সমর্থকরা ক্লাবের হতাশায় রয়েছে, আর চিরপ্রতিদ্বন্দী দল লাগাতার ট্রফি জিতেই চলেছে। আমি এর কষ্টটা বুঝতে পারছি। আমরা কলকাতা লিগ জিতেছি, মহিলা লিগও জিতেছি। কিন্তু আমাদের সিনিয়র পুরুষ ফুটবল দলের সময়টা ভালো যায়নি। তাই আমরা চাইব সুপার কাপে আমাদের সমর্থকদের দেখাতে, যে আমরা তাঁদের জন্য নিজেদের উৎসর্গ করছি, পেশাদার হিসেবে নিজেদের সেরাটা দিতে চাই সমর্থকদের খুশি দিতে। ইস্টবেঙ্গল যদি কোনও মরশুমে ট্রফি জিততে না পারে, তাহলে আমরা সেই মরশুমটাকে সফল মরশুম বলতে পারি না। কাল আমাদের প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। সাম্প্রতিক সময় কেরল ব্লাস্টার্স ভালো ফুটবল খেলেছে, যদিও তাঁদেরও আমাদের মতো কিছুটা সমস্যা হয়েছে। আইএসএলের সুপার সিক্সে উঠতে পারেনি। তবে চেষ্টা করব কালকের ম্যাচ জিতে আমরা ডার্বি ম্যাচে খেলার টিকিট হাতে পেতে ’।
এরপরই ব্রুজোর কাছে আসে অপ্রিয় প্রশ্নটা, ক্লেটনের না থাকা কি দলকে ভোগাবে? স্প্যানিশ কোচ বলেন, ‘আমাদের দিমি অনুশীলনে বেশ ভালো ছন্দে রয়েছে, ওর কোনও সমস্যা নেই। মেসিকেও আমরা শেষ কয়েকটা ম্যাচেই ভালো জায়গায় পেয়েছি। আর আমাদের অধিনায়ক মাহেশ রয়েছে, উইংগাররাও গোল করতে পারে। তাই গোল করার দায়িত্ব কোনও একজনের ওপর নেই। আমাদের কনভার্সন রেসিও বাড়াতে হবে ’।
এরপরই সাউল ক্রেসপোকে নিয়ে আউডেট দিতে গিয়ে ব্রুজো বলেন, ‘সাউল শেষ দুই দিনে পুরো অনুশীলন করতে পারেনি। কিন্তু ওর মেডিক্যাল রিপোর্ট যা পেয়েছি, তাতে ওর খুব একটা সমস্যা নেই। এটা আমাদেরই ওপর যে ওকে কাল খেলাবো কিনা। খেলালেও দ্বিতীয়ার্ধে খেলাব কিনা, সেটা এখনই বলতে পারছি না, তবে ও ২০ জনের স্কোয়াডে থাকবে। ও যদি ফিট থাকে তাহলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ও ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।