ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক। শক্তিশালী পিএসজিকেই ৩-০ গোলে হারিয়ে দিল চেলসি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই কোল পালমারের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনটাই ঘটিয়ে দিল ব্লুজরা। ফাইনালের আগে চেলসির অতিবড় সমর্থকরাও ভাবতে পারেনি যে এই ম্যাচ তাঁদের দল জিততে পারে। কারণ পিএসজি পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল। আর এই পিএসজিই মাস খানেক আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। যেখানে চেলসি তো কোনও মতে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে আগামী মরশুমের জন্য। কিন্তু এনজো মারেসকার দল যে এমন ফুটবল উপহার দেবে প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে, সেটা ফুটবলবোদ্ধাদের অনেকেরই মাথায় আসেনি।
আসলে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে এসেছিল পিএসজি, তাই সকলেই ধরে নিয়েছিল এগিয়ে থেকেই শুরু করছে প্যারিসের দলটি। কিন্তু প্রায় দুই তৃতীয়াংশ বল পজেশন রাখার পরও যে তাঁরা ৩ গোলে হারবে, সেটা লুইস এনরিকে হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি।
ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলটি আসে কোল পালমারের বল থেকে। বক্সের একদম মাথায় বল পেয়ে বাঁপায়ের সুন্দর প্লেসিংয়ে ডোনারামাকে পরাস্ত করে চেলসিকে এগিয়ে দেন এই স্ট্রাইকার। এর কিছুক্ষণের মধ্যেই ফের আসে দ্বিতীয় গোল। এবারও গোলদাতা সেই কোল পালমার। বক্সের ভিতর বল পেয়ে, দু তিনজন ডিফেন্ডারকে ডচ করে ফের একবার বাঁপায়ের নিখুঁত প্লেসিংয়ে গোল করে পিএসজির বিরুদ্ধে চেলসিকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি।
চেলসির তৃতীয় গোলটির ক্ষেত্রেও অবদান রয়েছে সেই পালমারের। মাঝমাঠ থেকে বল পেয়ে বেশ খানিকটা উঠে আসার পর পিএসজির ডিফেন্স চেড়া পাস বাড়ান পেদ্রোকে লক্ষ্য করে। জোয়াও পেদ্রো বল ধরে বল জালে জড়িয়ে দিতে কোনও ভুলই করেননি। ৪৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় চেলসি, তখনই খেলার ভবিষ্যৎ অনুমান করা গেছিল।
ম্যাচের শেষ লগ্নে পিএসজির যন্ত্রণা আরও বাড়ান, জোয়াও নেভেস। তিনি চেলসির কুকুরেলার চুল টেনে ধরায় তাঁকে ম্যাচের ৮৫ মিনিট নাগাদ লাল কার্ড দেওয়া হয়, ভিএআরে যাচাই করার পর। শেষ পর্যন্ত ৩-০ গোলে পিএসজিকে হারিয়েই প্রথমবার ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল এনজো মারেস্কার দল। এই মরশুমে উয়েফা কনফারেন্স লিগ জেতার পাশাপাশি ইপিএলেও চতুর্থ স্থানে শেষ করে চেলসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।