
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দল বদলের বাজারে বড় চমক দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। তাজিক ‘রোনাল্ডো’-কে নিজেদের জালে তুলল সাদা কালো ব্রিগেড। পরের মরশুমের জন্য তাজিকিস্তানের ‘রোনাল্ডো’-কে সই করাল মহমেডান স্পোর্টিং ক্লাব। তাজিকিস্তানের ‘রোনাল্ডো’-র আসল নাম নুরিদ্দিন দাভরোনোভ। তাজিকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেন তিনি। আসন্ন মরশুমে সাদা কালো ব্রিগেডের মাঝমাঠ ও আক্রমণ ভাগ সামলাবেন তাজিক ‘রোনাল্ডো’।
রবিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে সরকারি বিবৃতিতে এই বিষয়টি জানান হয়েছে। মহমেডানের তরফে বলা হয়েছে, ‘এফসি ইস্তিকোল মিডফিল্ডার নুরুদ্দিন দাভরোনোভের সঙ্গে মহামেডানের সঙ্গে চুক্তি চূড়ান্ত। আসন্ন মরশুমে ঐতিহাসিক সাদা-কালো জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত নুরুদ্দিন।’ বর্তমানে তাজিকিস্তানের শীর্ষ লিগের ক্লাব ইস্তিকোলের হয়ে খেলছেন তিনি।
আরও পড়ুন… কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতাকে ইস্টবেঙ্গল থেকে তুলে নিল মহমেডান
তাজিকিস্তানের শীর্ষ লিগের বড় ক্লাব ইস্তিকোলে আলাদা আলাদা মরশুমে খেলেছেন ৩১ বছরের নুরিদ্দিন দাভরোনোভ। রাশিয়ার বিখ্যাত ক্লাব সহ সার্বিয়া, বুলগেরিয়া, ইন্দোনেশিয়ার একের পর এক তারকা খচিত ক্লাবেও খেলেছেন তাজিক ‘রোনাল্ডো।’ সার্বিয়ান সুপার লিগে যেমন খেলেছেন স্লোবোদা উজিসের হয়ে। ওমান প্রফেশনাল লিগে খেলেছেন ওমান ক্লাবের জার্সিতে। ইন্দোনেশিয়ায় তিনি খেলেছেন মাদুরাই ইউনাইটেড এবং বোর্নিও ক্লাবের হয়ে।
আরও পড়ুন… কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতাকে ইস্টবেঙ্গল থেকে তুলে নিল মহমেডান
শুধু ক্লাব পর্যায় নয়, জাতীয় দলের হয়েও আন্তর্জাতিক পর্যায়ে দারুণ খেলেছেন নুরুদ্দিন দাভরোনভ। তার ন্তর্জাতিক সাফল্যও দারুণ। জাতীয় দলের যুব পর্যায়ে খেলার পর সিনিয়র দলের হয়ে খেলে ফেলেছেন ৫০টি ম্যাচ। ২০০৮ থেকেই জাতীয় দলে নিয়মিত খেলছেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে ৮টি গোলও ২০০৭-এ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে তাজিকিস্তান জাতীয় দলের হয়ে অংশ নিয়েছেন নুরুদ্দিন দাভরোনোভ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports