ভারতীয় ফুটবল দলের তরফে কদিন আগেই কোচের পদে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই মতো প্রায় ১৭০ জন আবেদন জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফুটবল দলের কোচ হওয়ার জন্য। এর মধ্যে সব থেকে বড় নাম নিঃসন্দেহে স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি। বার্সেলোনায় এই প্রাক্তন কোচ তথা মেসির প্রাক্তন সতীর্থ জাভিও আবেদন জানিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী হ্যারি কেওয়েল, স্টিফেন কনস্টানটাইনদের পাশেই নাম ছিল জাভিরও।
সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাভি নিজের ব্যক্তিগত ইমেল আইডি থেকেই ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার আবেদন জানিয়েছিলেন। যদিও তার কোনও কন্ট্যাক্টট নম্বর দেওয়া ছিল না। এআইএফএফের জাতীয় দলের টিম ডিরেক্টর সুব্রত পালও স্বীকার করে নেন যে জাভি আবেদন জানিয়েছিলেন এআইএফএফের কাছে।
যদিও জাভির আবেদন শুরুতেই নাকচ হয়ে যায়, কারণ তাঁকে নিতে গেলে বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতে হত। যা কোনওভাবেই এআইএফএফের পক্ষে দেওয়া সম্ভব নয়। টেকনিক্যাল কমিটির এক সদস্য নাম প্রকাশ না করেই জানান, জাভি যদি ভারতীয় ফুটবলের কোচ সত্যি হতে চাইত, তাহলেও ভারতের পক্ষে তাঁকে নেওয়া যেত না, কারণ ওর প্রচুর পরিমান আর্থিক চাহিদা রয়েছে। এর আগে জাভি জানিয়েছিলেন যে স্পেনের প্রচুর ফুটবলার এবং কোচ যেহেতু ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছে তাই তিনি এদেশের ফুটবলে নজর রাখেন।
২০২২-২৩ সালে লা লিগা জিতিয়েছিলেন বার্সাকে কোচ জাভিই। ২০২৩ সুুুুপার কোপা দে এসপানাও জেতেন কোচ হিসেবে জাভি। নিজের কেরিয়ারের অধিকাংশ সময়টাই তিনি কাটিয়েছেন বার্সায়, খেলেছেন ৭৬৭ ম্যাচ। বার্সায় থাকাকালীন পাঁচটি লা লিগা, তিনটি কোপা দেল রেয় এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জেতেন তিনি। দুটি ইউরো কাপের পাশাপাশি একটি বিশ্বকাপও রয়েছে জাভির ঝুলিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।