বাংলা নিউজ > ময়দান > DC vs UPW, WPL 2023: ম্যাকগ্রার ঝোড়ো ৯০ রান, তবু হার ইউপি-র,৪২ রানে জিতল দিল্লি

DC vs UPW, WPL 2023: ম্যাকগ্রার ঝোড়ো ৯০ রান, তবু হার ইউপি-র,৪২ রানে জিতল দিল্লি

দিল্লি পরপর দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিল। আরসিবি-র পরে তারা ইউপি-কে হারাল। ৪ পয়েন্ট নিয়ে দিল্লি লিগ টেবলের দুইয়ে রয়েছে। রানরেটে এগিয়ে থাকার কারণে মুম্বই একে রয়েছে। ইউপি একটি ম্যাচ জিতেছে, একটিতে হারল, তারা ২ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। গুজরাট এবং ব্যাঙ্গালোর এখনও পয়েন্টের খাতা খোলেনি।

দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নিল দিল্লি।

৫০ বলে অপরাজিত ৯০ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তবু তিনি জেতাতে পারলেন না ইউপি-কে। ৪২ রানে জয় ছিনিয়ে নিল দিল্লি। টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রান করে দিল্লি ক্যাপিটালস। ওপেন করতে নেমে মেগ ল্যানিং ৪২ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া জোনাসেন ২০ বলে অপরাজিত ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেন। জেমিমা আবার ২২ বলে অপরাজিত ৩৪ রান করে জোনাসেনকে সঙ্গত করেন। ইউপি-র শবনিম, রাজেশ্বরী, তাহিলা, সোফি ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নামলে চতুর্থ ওভারে জোনাসেন জোড়া উইকেট তুলে নিয়ে ইউপি-কে বড় ধাক্কা দিয়েছিলেন। পঞ্চম ওভারেও মারিজান আরও একটি উইকেট তুলে নেন। এতেই নড়ে যায় ইউপি-র ভিত। ইউপি-র বড় অক্সিজেন ছিলেন তাহিলা। তাঁর ৯০ ছাড়া হিলি ১৭ বলে ২৪ করেছেন, দেবীকা বৈদ্য ২৩ রান করেছেন। বাকিদের তথৈবচ দশা। নির্দিষ্টি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে ইউপি। ৪২ রানে তারা ম্যাচ হেরে যায়। দিল্লির জোনাসেন একাই ৩ উইকেট নেন। মারিজান এবং শিখা নিয়েছেন ১টি করে উইকেট।

07 Mar 2023, 11:11 PM IST

ইউপি করল ১৬৯ রান

ইউপি নির্দিষ্টি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করল। তাহিলা একেবারে ঝড় তুলেছিলেন। ৫০ বলে তিনি অপরাজিত ৯০ রান করেন। তবু জেতা হল না ইউপি-র। ৪২ রানে জয় ছিনিয়ে নিল দিল্লি। 

07 Mar 2023, 11:02 PM IST

১৫০ পার করালেন তাহিলা

দুরন্ত লড়াই চালাচ্ছেন তাহিলা ম্যাকগ্রা। ৪৫ বলে ৭৮ করে ফেলেছেন তিনি। ১৯ ওভার শেষে ইউপি-র রান ৫ উইকেটে ১৫৫ রান।

07 Mar 2023, 11:00 PM IST

পঞ্চম উইকেট পড়ল ইউপি-র

দেবীকা বৈদ্যকে ফেরালেন জোনাসেন। ২১ বলে ২৩ করে রাধার হাতে ক্যাচ দেন দেবীকা। পঞ্চম উইকেট হারাল ইউপি। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ১২০ রান ইউপি-র। ম্যাকগ্রা ৩৫ বলে ৪৯ করে ক্রিজে রয়েছেন।

07 Mar 2023, 10:27 PM IST

শিখা আউট

২০ বলে ১২ করে সাজঘরে ফিরলেন দীপ্তি। শিখা পাণ্ডের বলে রাধা যাদবকে ক্যাচ দিলেন তিনি। ১১ ওভার শেষে ৪ উইকেটে ৭২ রান ইউপি-র। ১৯ বলে ২৮ রান তাহিলার। ২ বলে ১ রান দেবীকার।

07 Mar 2023, 10:15 PM IST

পাওয়ার প্লে-তে ইউপি-র স্কোর ৩৩/৩

৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে ইউপি। শুরুতেই ৩ উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে ইউপি। তবে তারা নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেই জিতেছিল। ক্রিজে রয়েছেন দীপ্তি শর্মা (৯ বলে ১ রান) এবং তাহিলা ম্য়াকগ্রা (২ বলে ১ রান)।

07 Mar 2023, 10:10 PM IST

শ্বেতাকে ফেরালেন মারিজান

শ্বেতাকে ফেরালেন মারিজান। ৬ বলে ১ করে তানিয়া ভাটিয়ার হাতে ক্যাচ দেন শ্বেতা। ৫ ওভার শেষে ৩ উইকেটে ৩১ রান ইউপি-র।

07 Mar 2023, 10:06 PM IST

চতুর্থ ওভারে ইউপি-র জোড়া উইকেট পড়ল

প্রথম তিন ওভারে ২৫ রান হয়েছিল। চতুর্থ ওভারে এসেই ইউপি-কে চাপে ফেলে দেন জোনাসেন। একই ওভারে তুলে নেন ২ উইকেট। চতুর্থ ওভারের তৃতীয় বলে তিনি অ্যালিসে হিলিকে ফেরান। ১৭ বলে ২৪ করে রাধা যাদবের হাতে ক্যাচ দেন হিলি। আর পঞ্চম বলে ফেরান নাভগিরকে। অ্যালিসার পরিবর্তে নেমে ২ বল খেলে ২ রান করে সাজঘরে ফেরেন নাভগির। ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩১ রান ইউপি-র। ক্রিজে রয়েছেন তাহিলা ম্যাকগ্রা, যিনি ১ বলে খেলেও রানেক খাতা খোলেননি এবং শ্বেতা। ৪ বল খেলে ১ করেছেন তিনি।

07 Mar 2023, 09:30 PM IST

২১২ রানের লক্ষ্য ইউপি-র সামনে

জেমিমা এবং জোনাসেন শেষ দিকে একেবারে ঝড় তুললেন। পঞ্চম উইকেটে ৩৪ বলে অপরাজিত ৬৭ রানের পার্টনারশিপ গড়েন জেমিমা-জোনাসেন। সেই সঙ্গে তারা দিল্লির স্কোর ২০০ পার করিয়ে দেন। বিশেষ করে ১৯তম ওভারে আসে ১৯ রান। এবং ২০তম ওভারে হয় ১৬ রান। দিল্লি ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছে। জিততে হলে ইউপি-কেে ২১২ রান করতে হবে।

07 Mar 2023, 09:22 PM IST

জেমিমা-জোনসেন তাণ্ডব

জেমিমা আর জোনসেনের তাণ্ডবে ১৯তম ওভারে এল মোট ১৯ রান। ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান দিল্লির। ১৯ বলে অপরাজিত ২৭ রান জেমিমার। ১৭ বলে ৩৩ রান করে ক্রিজে রয়েছেন জোনাসেন।

07 Mar 2023, 09:10 PM IST

১৫০ পার করল দিল্লি

১৬ ওভারেই ১৫০ পার করে ফেলল দিল্লি ক্যাপিটালস। ওভার শেষে ৪ উইকেটে ১৫৩ রান দিল্লির। ক্রিজে রয়েছেন জেস জোনাসেন (৭ বলে ৬ রান) এবং জেমিমা রডরিগেজ (১১ বলে ১৩ রান)।

07 Mar 2023, 09:07 PM IST

এলিস ক্যাপসি আউট

১০ বলে ঝোড়ো ২১ করে সাজঘরে ফিরলেন এলিস ক্যাপসি। ইসমাইলের বলে একলেস্টোন ক্যাচ ধরেন এলিসের। ১৫ ওভার শেষে ৪ উইকেটে ১৪৬ রান দিল্লির। 

07 Mar 2023, 09:02 PM IST

মেগ আউট

৪২ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন মেগ ল্যানিং। রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হন তিনি। ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২০ রান দিল্লির। মেগের পরিবর্তে নেমে এলিস ক্যাপসি ২ বল খেলে ৭ রান করেছেন। ২ বলে ২ রান জেমিমার।

07 Mar 2023, 08:54 PM IST

১০০ পার করল দিল্লি

১১তম ওভারের দ্বিতীয় বলে মারিজান আউট হয়ে সাজঘরে ফেরার পরেও মেগ ল্যানিং ছিলেন দুরন্ত ছন্দে। তিনি এই ওভারেই ১০০ পার করিয়ে দেন দিল্লিকে। ১ উইকেট পড়লেও, মোট ১০ রান হয় এই ওভারে। ১১ ওভার শেষে ২ উইকেটে ১০৬ রান দিল্লির। ৩৯ বলে ৬৪ রান মেগের। মারিজানের পরিবর্তে নামা জেমিমা সবে ১ বল খেলে ১ রান করেছেন।

07 Mar 2023, 08:50 PM IST

আউট মারিজান

১২ বলে ১৬ করে আউট হলেন মারিজান। সোফি একলেস্টনের বলে দীপ্তি শর্মা ক্যাচ ধরেন।

07 Mar 2023, 08:45 PM IST

বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু

বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আবার খেলা শুরু। বৃষ্টি শুরুর আগে ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৭ রান করেছিল দিল্লি।

07 Mar 2023, 08:17 PM IST

বৃষ্টিতে খেলা বন্ধ

৯ ওভার শেষে হঠাৎ-ই বৃষ্টি শুরু। আপাতত খেলা বন্ধ। পিচ ঢেকে দেওয়া হয়েছে। মেগ দুরন্ত ছন্দে ব্যাটিং করছিল। তবে এখন খেলা শুরুর অপেক্ষা।

07 Mar 2023, 08:13 PM IST

মেগের হাফ সেঞ্চুরি

ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান করলেন মেগ ল্যানিং। ৩২ বলে তিনি ৫০ পূরণ করে ফেলেন। ৯ ওভার শেষে ১ উইকেটে ৮৭ রান করেছে দিল্লি। ৩৪ বলে অপরাজিত ৫৩ রান মেগের। ৬ বলে ৯ রান মারিজানের।

07 Mar 2023, 08:08 PM IST

শেফালি আউট

১৪ বলে ১৭ করে সাজঘরে ফিরলেন শেফালি। ৬.৩ ওভারে তাহিলা ম্যাকগ্রার বলে নাভগিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি। ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭১ রান দিল্লির। ২৬ বলে ৪৪ রান মেগের। শেফালির পরিবর্তে ক্রিজে এসে মারিজান ২ বলে ৩ রান করেছেন।

07 Mar 2023, 08:04 PM IST

পাওয়ার প্লে-তে হল ৬২ রান

ষষ্ঠ ওভারে হল মোট ১৭ রান। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৬২ রান করেছে দিল্লি। মেগ ল্যানিং দুরন্ত ছন্দে ব্যাট করছেন। ২৫ বলে ৪৩ রান মেগের। ১১ বলে ১৭ রান শেফালির।

07 Mar 2023, 07:53 PM IST

৫ ওভারেই ৪০ পার দিল্লির

দিল্লি ক্যাপিটালস কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারেই করে ফেলল ৪১ রান। ২১ বলে ২৭ করে ক্রিজে রয়েছেন মেগ। ৯ বলে ১২ রান শেফালির।

07 Mar 2023, 07:44 PM IST

প্রথম তিন ওভারে হল ১৮ রান

প্রথম তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮ রান করল দিল্লি। মেগ ল্যানিং ১৪ বলে ১৫ করেছেন। শেফালি বর্মা ৪ বলে ৩ রান করেছেন। এখনও ঝড় তুলতে পারেননি মেগ এবং শেফালি।

07 Mar 2023, 07:40 PM IST

খেলা শুরু

দিল্লির মেগ ল্যানিং এবং শেফালি বর্মা ওপেন করতে নেমেছেন। পারবেন কি ঝড় তুলতে?

07 Mar 2023, 07:16 PM IST

ইউপি ওয়ারিয়র্জের একাদশ

অ্যালিসা হিলি, শ্বেতা সেরওয়াত, কিরণ নাভগিরে, তলিয়া ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, সিমরান শেখ, দেবিকা বৈদ্য, সোফি একলেস্টোন, শবনিম ইসমাইল, অঞ্জলি সারভানি, রাজেশ্বরী গায়কোয়াড়।

07 Mar 2023, 07:13 PM IST

দিল্লি ক্যাপিটালসের একাদশ

মেগ ল্যানিং, শেফালি বর্মা, মারিজান ক্যাপ, জেমিমা রডরিগেস, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া, অরুন্ধতি রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব, তারা নরিস।

07 Mar 2023, 07:09 PM IST

টস জিতল ইউপি

টস জিতে ফিল্ডিং নিল ইউপি ওয়ারিয়র্জ। অর্থাৎ প্রথমে ব্যাট করবে দিল্লি ক্যাপিটালস।

07 Mar 2023, 06:58 PM IST

প্রথম ম্যাচে লড়াকু জয় ইউপি-র

গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্জ। শেষ দিকে ২৪ বলে ৬৪ রান প্রয়োজন ছিল তাদের। সেখান থেকে সোফি এক্লেস্টন এবং গ্রেস হ্য়ারিস ২৩ বলে ৬৮ রান তুলে ১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ইউপি ওয়ারিয়র্জকে। প্রথমে ব্যাট করে গুজরাট ৬ উইকেটে ১৬৯ করেছিল। রান তাড়া করতে নেমে ওয়ারিয়র্জ ৭ উইকেটে ১৭৫ করে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

07 Mar 2023, 06:58 PM IST

প্রথম ম্যাচেই দিল্লির বড় জয়

দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে রেকর্ড স্কোর করে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। মেগ এবং শেফালি বর্মা মিলে আরসিবি-র বিরুদ্ধে ১৬২ রানের পার্টনারশিপ করেছিল। আর সেই সুবাদেই দিল্লি ২ উইকেট হারিয়ে ২২৩ রানের বড় স্কোর করে। তবে ব্যাঙ্গালোর নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। ৬০ রানে ম্যাচটি জিতে যায় দিল্লি ক্যাপিটালস।

Latest News

‘বিয়ের আগে ও একটা মেসেজ করে উধাও হয়ে গেল…’ প্রেমিকার কাণ্ড সামনে আনলেন কনীনিকা ফিরছে ইষ্টি কুটুমের ‘বাহামণি’ রণিতা দাস, কোন সিরিয়ালে আসছেন, কেই বা হচ্ছে নায়ক? কর্মফলের হিসাব নেবেন শনিদেব! কবে শুরু হবে মার্গী চাল? লাকিদের লিস্টে বহু রাশি মাধ্যমিকের ফলপ্রকাশ কাল! HT বাংলায় কীভাবে রেজাল্ট দেখবেন? কখন মার্কশিট মিলবে? দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মাঝে ভারতের সামরিক শক্তি বাড়াতে কী পাঠাচ্ছে আমেরিকা? ‘হাম জং না হোনে দেঙ্গে’ বলেছিলেন অটল, তাঁর আদর্শ টেনে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ? বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ?বিজেন্দ্রর প্রশ্ন,‘ক্রিকেটেও প্লেয়াররা বয়স কমাচ্ছে?’ আবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনের লেলিহান শিখায় জ্বলছে লেকটাউনের স্টুডিও আতঙ্কে কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা! খাবার কি সঙ্গে নিয়ে এসেছে? হাতে মেহেন্দি, পায়ে আলতা,বাজল সানাই! বিয়ে ইউটিউবার মুকুল জানার, পাত্রী কে জানেন?

Latest sports News in Bangla

ভারতে আরশাদের খেলতে না আসা লজ্জার বিষয়!মন্তব্য নীরজ ক্লাসিকে অংশ নেওয়া থ্রোয়ারের রোনাল্ডোর পর হতাশ করলেন মেসিও! কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল মিয়ামি সুুপ্রিম কোর্টে ধাক্কা খেল AIFF-র বর্তমান কমিটি!জুলাই মাস পর্যন্ত ক্ষমতা খর্ব হল সুপার কাপ ফাইনালে মানোলো বনাম খালিদ! সেমিফাইনালে মুম্বইকে উড়িয়ে দিল জামশেদপুর ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI এখনও মোহনবাগানে সই হয়নি রবসন রবিনহোর! ইস্টবেঙ্গলের কাছেও সুযোগ রয়েছে? রিপোর্ট Super Cup SF MBSG vs FCG Live- মোহনবাগানকে ৩-১ হারিয়ে সুপার কাপের ফাইনালে গোয়া Asian Cup-এর বাছাইপর্বে নামার আগেই প্রস্তুতি ম্যাচ খেলবে সুনীলরা! কার বিরুদ্ধে? এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবা ঠিক নয়… সেমিতে নামার কেন এমন বললেন বাগানের কোচ? ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার আনসেলোত্তি- রিপোর্ট

IPL 2025 News in Bangla

বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ?বিজেন্দ্রর প্রশ্ন,‘ক্রিকেটেও প্লেয়াররা বয়স কমাচ্ছে?’ ২৮ বলে সেঞ্চুরি করে গেইলদের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট ২ বছর ব্যথা নিয়ে খেলেছেন, ঝুঁকির মুখে নতুন জীবন দিয়েছে RCB- দাবি তরুণ স্পিনারের IPL 2025-এ লজ্জায় ডোবার পরেই ধোনিকে ডেকে কথা বললেন চেন্নাই CEO, তবে কি এটাই শেষ? বড় ধাক্কা খেল MI, IPL থেকে ছিটকে গেল চায়নাম্যান বোলার, বদলিও খুঁজে নিল মুম্বই ‘আজকে পিচ ভালোই ছিল, কিন্তু’… প্লে অফ থেকে ছিটকে যেতেই কার দিকে আঙুল ধোনির? ব্যাটিং ব্যর্থতা,ধোনিতে আস্থা,নিলামের ভুল কৌশল- CSK-এর ভরাডুবির তালিকা বেশ লম্বা ম্যাক্সওয়েল-লকির পরিবর্ত পাওয়া যাচ্ছে না! PSL-র ওপর কেন ফুঁসছেন রিকি পন্টিং? IPL-এ কি বিনিয়োগ করবে সৌদি আরব? জল্পনা বাড়িয়ে চেয়ারম্যান বললেন, ‘এখনও পর্যন্ত…’ প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে শুধু ছিটকে যাওয়া নয়,সঙ্গে একাধিক লজ্জার নজির CSK-এর

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ