সাম্প্রতিক উপনির্বাচনে জেতার জন্য বিজেপি ভোটারদের গোমাংস বিতরণ করছে বলে কংগ্রেসের অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কংগ্রেস যদি তাকে এ বিষয়ে চিঠি দেয় তবে তিনি অসমে গরুর মাংস নিষিদ্ধ করতে প্রস্তুত।
মুসলিম অধ্যুষিত সামাগুড়ি আসনের উপনির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভোটারদের মধ্যে গরুর মাংস বিতরণ করেছে বলে কংগ্রেস অভিযোগ তুলেছিল। তারই জবাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
সম্প্রতি কংগ্রেস সাংসদ রকিবুল হুসেনও অভিযোগ করেছেন, সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গোমাংস পার্টির আয়োজন করেছিলেন।
তিনি বলেন, আমি জানতে চাই কংগ্রেস ভোটারদের গোমাংস দিয়ে সামাগুড়ি জিতিয়েছে কিনা। তিনি সামাগুড়িকে খুব ভালো করে চেনেন। তার মানে কি গরুর মাংস দিয়ে সামাগুড়ি জেতা যায়?" হিমন্ত বিশ্ব শর্মার প্রশ্ন।
তিনি কংগ্রেসকে আরও জিজ্ঞাসা করেছিলেন যে তারা ক্ষমতায় থাকাকালীন অসমে কেন গরুর মাংস নিষিদ্ধ করেনি। 'রাকিবুল হুসেন একটা ভালো কথা বলেছেন, গরুর মাংস খাওয়া অন্যায়, তাই না? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।