বিকশিত ভারত ২০৪৭। Viksit Bharat 2024। রবিবার মন্ত্রিসভার প্রতিনিধিদের নিয়ে মিটিংয়ে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ বছরের জন্য তাঁরা কার্যত অ্য়াকশন প্ল্যানও তৈরি করে ফেলেন। সেসব নিয়েও আলোচনা হয়েছে এদিন। মিটিংয়ে আগামী দিনের অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে। এই মিটিংয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য় ১০০দিনের কর্মসূচিও ঠিক করা হয়েছে। সামনেই লোকসভা ভোট। মে মাসে নতুন সরকার তৈরি হতে পারে। তার আগে কার্যত রোডম্যাপ তৈরি করে ফেলল সরকার। কীভাবে নতুন সরকার চলবে তা নিয়ে রীতিমতো আলোচনা হল এদিন।
বিকশিত ভারতের এই যে রোডম্য়াপ কার্যত দু বছরের যে প্রতিশ্রুতি তারই ফলশ্রুতি। খবর এএনআই সূত্রে।
সূত্রের খবর, সমস্ত মন্ত্রক, সমস্ত রাজ্য সরকার, শিল্প সংক্রান্ত যে কমিটিগুলি রয়েছে, সিভিল সোসাইটি, বিজ্ঞানভিত্তিক সংস্থা, যুব সমাজের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হবে। একেবারে সার্বিক উন্নতির উপর জোর দেওয়া হচ্ছে।
সূত্রের খবর, সব মিলিয়ে ২৭০০ মিটিং, ওয়ার্কশপ, সেমিনার হয়েছে। অন্তত ২০ লাখ যুবক-যুবতীর কাছ থেকে প্রয়োজনীয় মতামত নেওয়া হয়েছে।
পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে, বিকশিত ভারত কম্প্রিহেনশিভ নকশা তৈরি করা হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, সামাজিক পরিকাঠামো সহ নানা দিক থেকে কীভাবে দেশের উন্নতি হবে তা নিয়েও সার্বিক আলোচনা হয়েছে।
এদিকে বিজেপি পরিচালিত এনডিএ সরকার ফের ক্ষমতায় ফিরবে এটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। তৃতীয় বার ক্ষমতায় ফিরতে পারে এনডিএ এটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। তারপরই এই মিটিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে নির্বাচন কমিশন আগামী কয়েক সপ্তাহের মধ্য়েই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে খবর।