বাংলা নিউজ > ঘরে বাইরে > Sedition Law: ‘সুরক্ষা ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে সামঞ্জস্য চাই’, রাষ্ট্রদ্রোহ আইনে জেলবন্দিদের কী হবে এবার?
পরবর্তী খবর
রাষ্ট্রদ্রোহ আইন আপাতত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এই আবহে রাষ্ট্রদ্রোহ আইনে বন্দি সবাই কী মুক্তি পাবেন জেল থেকে? যাঁরা কোনও মামলায় বিচারাধীন, তাঁদেরই বা কী হবে? সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যেসকল ব্যক্তি ভারতী দণ্ডবিধির ১২৪এ ধারা অথবা রাষ্ট্রদ্রোহ আইনে জেলে বন্দি আছেন, তাঁদের বিরুদ্ধে ১২৪এ ধারা বাদে বাকি যেসব ধারায় অভিযোগ রয়েছে, সেই ধারা অনুযায়ী মামলা চলবে বা সাজা কার্যকর হবে। পাশাপাশি শীর্ষ আদালত জানায়, রাষ্ট্রদ্রোহ আইনের পর্যালোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় কোনও মামলা রুজু করা যাবে না। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে হবে।